মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

ফিরোজ কবির ডলারের ‘তুমি আমার কে’ যে কারণে আলোচনায়

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৫, ০৬:১৫ পিএম

নতুন করে ফের আলোচনায় মেধাবী নির্মাতা ফিরোজ কবির ডলার পরিচালিত একক নাটক ‘তুমি আমার কে’। নাটকটি এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সাড়া ফেলেছে। নাটকটির উল্লেখযোগ্য চরিত্রে অভিনয় করেছেন ইমু শিকদার, সুজন হাবিব, লিটন সানজিদা মিলা, বাঁধন, খোরশেদ আলম প্রমুখ।

নাটকটি দর্শকদের কাছে গ্রহণযোগ্যতা পাওয়ায় রাজধানীর মগবাজারের একটি রেস্টুরেন্টে গণমাধ্যম কর্মীদের সঙ্গে এক ঘরোয়া আড্ডার আয়োজন করা হয়। গতকাল মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যা ৭টায় ওই আড্ডা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাটকের প্রধান অভিনয়শিল্পী ইমু শিকদার, লিটন সানজিদা মিলা, বাঁধন, খোরশেদ আলমসহ আরও অনেকে। অতিথি হিসেবে যোগ দেন জনপ্রিয় অভিনেতা সাব্বির আহমেদ, মুরাদ পারভেজ, শাহীন মৃধাসহ মিডিয়ার অনেক পরিচিত মুখ।

অনুষ্ঠানে নিজের কাজের অভিজ্ঞতা তুলে ধরে অভিনেত্রী ইমু শিকদার বলেন, ডলার ভাই সবসময় আমার ওপর বিশ্বাস রেখেছেন। ‘তুমি আমার কে’-তেও তিনি আমাকে ভরসা করেছেন। এই নাটকে আমি খাদিজা চরিত্রে অভিনয় করেছি। কাজ করার সময় ভাবিনি, এতটা সাড়া পাব। টিমের সবাই মনপ্রাণ দিয়ে কাজ করেছে।

অভিনেত্রী সানজিদা মিলা বলেন,ডলার ভাইয়ের কাছে গল্প শুনে আমি বরগুনা থেকে ঢাকায় চলে আসি। গল্পটা অসাধারণ, আর টিমের সঙ্গে কাজের অভিজ্ঞতাও দারুণ।

নাটকটি নিয়ে সাব্বির আহমেদ বলেন, ‘অনেকদিন পর আবার কাজ শুরু করেছি। এই টিমের সঙ্গে আমার ‘মানুষ না মানুষ’ নাটকটি শিগগির রিলিজ হবে। সবাই দোয়া করবেন। নাটক ‘তুমি আমার কে’-এর সাফল্যে পরিচালক ও অভিনেতা-অভিনেত্রীদের নতুন উদ্দীপনা যোগ হয়েছে। তারা আশাবাদী দর্শকদের ভালোবাসা নিয়ে আরও নতুন ও মানসম্মত কাজ উপহার দিতে পারবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পদাতিক নাট্য সংসদ এর নতুন নাটক আলিবাবা এবং চল্লিশ চোর
পদাতিক নাট্য সংসদ এর নতুন নাটক আলিবাবা এবং চল্লিশ চোর
বিস্ফোরক যে মন্তব্য করে আলোচনায় পরেশ রাওয়াল
বিস্ফোরক যে মন্তব্য করে আলোচনায় পরেশ রাওয়াল
‘বোম্বে ভেলভেট’এ রণবীর সিং এর পরিবর্তে রণবীর কাপুর
‘বোম্বে ভেলভেট’এ রণবীর সিং এর পরিবর্তে রণবীর কাপুর
ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ, যে সিনেমা মুক্তি স্থগিত চেয়ে রিট
ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ, যে সিনেমা মুক্তি স্থগিত চেয়ে রিট