
মর্যাদাবোধসম্পন্ন, মানবিক, মানবসমাজ গঠনের লক্ষ্যে ‘সুন্দরের প্রত্যাশায় পথচলা’ স্লোগান নিয়ে খেয়ালী নাট্য গোষ্ঠী ঢাকার সুবর্ণজয়ন্তী উদযাপনকল্পে বছরব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করেছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে কাঙাল কবীরের জন্মবার্ষিকী উপলক্ষে দুইদিনব্যাপী সাংস্কৃতিক ও নাট্যানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আগামী ২৪ ও ২৫ অক্টোবর শুক্রবার ও শনিবার দুইদিনব্যাপী আয়োজনে চলবে।
আয়োজক কর্তৃপক্ষ সুত্র জানিয়েছে দুই দিনের অনুষ্ঠানের প্রথমদিন ২৪ অক্টোবর শুক্রবার বিকাল ৫টায় খেয়ালীর প্রতিষ্ঠাতা এ কে এ কবীর রচিত গান, কবিতা ও নাটক নিয়ে ‘কাঙালের যতোকথা’ শিরোনামের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আয়োজনের সমাপনী দিন ২৫ অক্টোবর শনিবার বিকাল ৫টায় থাকছে খেয়ালী নাট্য গোষ্ঠীর গীতি, নৃত্য-নাট্য ‘মানুষ হবো’। এছাড়াও আমন্ত্রিত দল মৈত্রী থিয়েটারের নাটক ‘বীর অঙ্গণা’, রঙ্গপীঠ নাট্যদলের নাটক ‘সাদাকালো’, শৌখিন থিয়েটারের ‘আরেক ফাল্গুন’ (অংশবিশেষ) নাটকের মঞ্চায়ন হবে। নাটকটি জহির রায়হানের উপন্যাস অবলম্বনে নির্মাণ করা হয়েছে ।
মন্তব্য করুন