
বলিউডের অন্যতম জনপ্রিয় ডিজাইনার বিক্রম ফড়নিসের ফ্যাশন জগতে তিন দশকের মাইলফলক উদযাপনে শোস্টপার হিসেবে সালমান খানের চেয়ে উপযুক্ত আর কেউ হতে পারতেন না। অসংখ্য তারকা আর মডেল র্যাম্পে এলেও লাইমলাইট কেড়ে নিলেন কেবল একজন সালমান খান।
তাঁর ট্রেডমার্ক সোয়াগ, আত্মবিশ্বাস এবং স্বতঃস্ফূর্ত আকর্ষণ দর্শকদের মুগ্ধ করে দেয়। কালো রঙের একটি জমকালো শেরওয়ানি পরেছিলেন তিনি, যাতে ছিল নিখুঁত সূচিকর্মের ছোঁয়া। পোশাকটি যেমন ছিল ক্লাসিক, তেমনই ছিল আধুনিক; যা একদিকে বিক্রম ফড়নিসের ডিজাইনের সারমর্ম তুলে ধরে, অন্যদিকে সালমানের চিরন্তন তারকা-ক্ষমতাকে ফুটিয়ে তোলে। প্রতিটি পদক্ষেপে তাঁর রাজকীয় মেজাজ আর ক্যারিশমা ছিল চোখে পড়ার মতো।
র্যাম্পে সালমানের হেঁটে আসার সময় দর্শকমহলে যেন উচ্ছ্বাসের ঢেউ ওঠে। ফ্যান এবং অতিথিরা চোখ ফেরাতে পারেননি তাঁর দিক থেকে। রাতের এই ঝলমলে মুহূর্তের ক্লিপস ও ছবি দ্রুত ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। নেটিজেনরা একবাক্যে এই দৃশ্যকে ‘আল্টিমেট শোস্টপার মুহূর্ত’ বলে আখ্যা দিয়েছেন।
একসময়ের বিশ্বের সুদর্শন পুরুষদের তালিকায় থাকা সালমান খান আবারো প্রমাণ করলেন, কেন তিনি আজও তারকার আসনে অদ্বিতীয়। তাঁর হাসি, আত্মবিশ্বাস আর উপস্থিতিতে ফ্যাশন শো-টি মুহূর্তেই একটি সিনেমাটিক ফ্লেয়ার পেয়ে যায়। বিক্রম ফড়নিস নিজেও জানান- এমন একটি বিশেষ অনুষ্ঠানের সমাপ্তি সালমানের হাত ধরে হওয়ায় তিনি কতটা আপ্লুত।
মন্তব্য করুন