মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

অপেক্ষা-অবসরে সুন্দর সময় কাটাচ্ছেন ভিকি-ক্যাটরিনা

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৫, ০২:৫৮ পিএম

বলিউড তারকা দম্পতি ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল জীবনের অন্যতম সেরা সময় পার করছেন। এখন শুধুই সময়ের অপেক্ষা তাদের।

অনেক দিনের জল্পনার অবসান ঘটিয়ে এ তারকা জুটি সম্প্রতি সামাজিক মাধ্যমে ভক্ত-অনুরাগীদের সঙ্গে শেয়ার করে নিয়েছেন, তাদের জীবনে নতুন অতিথি আসার খবর। প্রকাশ্যে এনেছেন বেবি বাম্পের ছবিও। এরপর থেকেই ভক্তদের আগ্রহ এখন তুঙ্গে— কবে আসবে সেই বহুল প্রতীক্ষিত শুভদিন?

সম্প্রতি একটি সাক্ষাৎকারে জীবনের এই অভিনব জার্নি প্রসঙ্গে ভিকি বলেন, ‘এটা সত্যিই অনবদ্য একটা অনুভূতি, যা সত্যিই বলে বোঝানো যাবে না। এটা সত্যি বলতে সব থেকে বড় আশীর্বাদ। তাই এই সময়টা আমরা ভীষণভাবে উপভোগ করছি। আমার তো মাঝেমধ্যে মনে হচ্ছে আমরা আর বাড়ি থেকে বাইরে যেতেই পারব না।’ একইসঙ্গে সন্তান ভূমিষ্ঠ হতেও যে আর খুব বেশি দেরি নেই, সেই ইঙ্গিতও পাওয়া গেছে ভিকির কথায়।

ক্যাটরিনার জীবনের এই সুন্দর সময়ে তাকে অনেকটা সময় দেওয়ার চেষ্টা করছেন ভিকি। বেশিরভাগ সময়টাই এখন একসঙ্গে বাড়িতে কাটাচ্ছেন বলে জানিয়েছেন অভিনেতা। তাই আগামীতেও বেশিরভাগ সময়টাই পরিবারের সঙ্গেই কাটাতে চান ভিকি।

অক্টোবরের শুরুতে ভিকি কৌশলের ভাই সানি জানিয়েছিলেন, এই খবরে তাদের পরিবারের সকলে একদিকে যেমন খুশি, তেমনই কিছুটা নার্ভাসও বটে। প্রসঙ্গত, বর্তমানে সিনেমা জগত থেকে দূরে ক্যাটরিনা কাইফ। অন্যদিকে সঞ্জয় লীলা বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর শুটিংয়ে ব্যস্ত ভিকি কৌশল। নায়কের সর্বশেষ সফল ভারতীয় সিনেমা ‘ছাবা’। সিনেমাটি ৮০০ কোটি রুপিরও বেশি আয় করে সর্বকালের ভারতীয় রেকর্ড সিনেমার তালিকায় জায়গা করে নিয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পদাতিক নাট্য সংসদ এর নতুন নাটক আলিবাবা এবং চল্লিশ চোর
পদাতিক নাট্য সংসদ এর নতুন নাটক আলিবাবা এবং চল্লিশ চোর
বিস্ফোরক যে মন্তব্য করে আলোচনায় পরেশ রাওয়াল
বিস্ফোরক যে মন্তব্য করে আলোচনায় পরেশ রাওয়াল
‘বোম্বে ভেলভেট’এ রণবীর সিং এর পরিবর্তে রণবীর কাপুর
‘বোম্বে ভেলভেট’এ রণবীর সিং এর পরিবর্তে রণবীর কাপুর
ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ, যে সিনেমা মুক্তি স্থগিত চেয়ে রিট
ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ, যে সিনেমা মুক্তি স্থগিত চেয়ে রিট