
বলিউডের জনপ্রিয় নৃত্যশিল্পী ও অভিনেত্রী মালাইকা অরোরার নাচের খ্যাতি নতুন নয়। ‘ছাইয়া ছাইয়া’, ‘মুন্নি বদনাম হুই’ থেকে শুরু করে সম্প্রতি ‘পয়জন বেবি’—প্রতিটি গানে তার পারফরম্যান্স দর্শকদের মুগ্ধ করেছে। তবে নাচের ক্ষেত্রে সবচেয়ে বড় সমালোচক নাকি অভিনেত্রীর নিজের ছেলে আরহান খান।
সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড় তুলেছে মালাইকা আরোরা অভিনীত নতুন আইটেম গান ‘পয়জন বেবি’। ‘থাম্মা’ ছবির এই গানে তার ঝলমলে উপস্থিতি মুগ্ধ করেছে দর্শকদের। নেটিজনেরা অভিনেত্রীর প্রশংসা করলেও এবার আপত্তি জানালেন মালাইকার ২২ বছর বয়সী ছেলে আরহান খান। ভারতীয় সাংবাদিকদের এমনটা নিজেই জানিয়েছেন অভিনেত্রী।
এক সাক্ষাৎকারে মালাইকা জানিয়েছেন, “আমার ছেলে ‘পয়জন বেবি’ দেখেছে। ও তো সমালোচনা করতে ছাড়ে না। সটান বলেছে, ‘তুমি এ রকমভাবে নাচতে পারো না’!”
অভিনেত্রী অবশ্য হেসেই উড়িয়ে দিয়েছেন বিষয়টি। জানিয়েছেন, আরহান মায়ের সবচেয়ে বড় সমালোচক এবং একই সঙ্গে সবচেয়ে বড় সমর্থকও। “ও সব সময় মজা করেই এমন কথা বলে,” যোগ করেন মালাইকা।
অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্কের সময়ও ছেলেকে নিয়ে নানা আলোচনা হয়েছিল। সমাজমাধ্যমের সমালোচনার মুখেও মা-ছেলের সম্পর্ক ছিল অটুট। মালাইকা আগেই জানিয়েছেন, সেই সময় অনেক কথা শুনতে হলেও ছেলে সবসময় তার পাশে থেকেছে।
মালাইকার ভাষায়, “আরহানও দুর্দান্ত নাচে। আমরা দুজন বাড়িতে ‘মুন্নি বদনাম হুই’ গানে একসঙ্গে নাচি। ওর মধ্যে আমার নাচের স্পিরিটটা পুরোপুরি আছে— এটা আমার কাছে গর্বের বিষয়।”
সম্প্রতি বাবা আরবাজ খান দ্বিতীয় বিয়ে করার পর আবার বাবা হলে ছেলে আরহান হাসিমুখে গিয়ে সদ্যোজাত বোনকে দেখে এসেছে।
পরিচালক আদিত্য সারপোতদারের নতুন ছবি থাম্মা-র গানটিতে মালাইকার সঙ্গে রয়েছেন রাশমিকা মান্দানা। দেওয়ালি উপলক্ষে ২১ অক্টোবর মুক্তি পাবে সিনেমাটি।
মন্তব্য করুন