মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

যে সংলাপে আলোচনায় 'দেলুপি'র টিজার!

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৫, ০৫:৩৩ পিএম

ওটিটিতে জনপ্রিয় সিরিজ ‘শাটিকাপ’ ও ‘সিনপাট’ নির্মাতা মোহাম্মদ তাওকীর ইসলামের প্রথম সিনেমা ‘দেলুপি’র টিজার প্রকাশ্যে এসেছে। শুক্রবার বিকেলে টিজারটি মুক্তি দেয়া হয়।

২৭ সেকেন্ডের এই ভিডিও দর্শকদের মধ্যে তৈরি করেছে তীব্র কৌতূহল ও আলোচনার ঢেউ। গত সপ্তাহে সিনেমাটির নাম ঘোষণা করা হয়েছিল। সেই ধারাবাহিকতায় শুক্রবার প্রকাশিত হলো এর টিজার। প্রযোজনায় রয়েছে ‘ফুটপ্রিন্ট ফিল্ম প্রোডাকশন’।

টিজারের শুরুতেই দেখা যায় গ্রামের নির্জন রাস্তায় ছুটে চলেছে এক তরুণ। ঠিক সেই সময়েই আসে বাবার ফোন। ফোনের অপর প্রান্তে বাবার কণ্ঠে শোনা যায়— ‘পার্থ তুই কনে?’ পার্থ জানায় সে বাইরে আছে। মুহূর্তেই বাবার মুখ থেকে ভেসে আসে এক বিস্ময়কর সংবাদ— ‘প্রধানমন্ত্রী পলাইছে, শুনিছিস?’ হতভম্ব পার্থ জিজ্ঞেস করে— ‘প্রধানমন্ত্রী পলাইছে মানে?’

এই সংলাপেই যেন টিজার জুড়ে ছড়িয়ে পড়ে এক রাজনৈতিক অস্থিরতার আবহ। দর্শকের মনে প্রশ্ন— কী ঘটতে যাচ্ছে এরপর?

টিজারের শেষভাগে দেখা যায়, দেয়ালে টাঙানো একটি ফ্রেম থেকে বাঁধা একজনের ছবি নামানো হচ্ছে। আপাতত দর্শকরা সিনেমার পুরো গল্প সম্পর্কে অনুমান করতে পারছেন না; গল্পের আরো বিস্তারিত জানতে হলে ট্রেলার রিলিজের অপেক্ষা করতে হবে।

টিজার প্রকাশের পর দর্শকরা এরই মধ্যে প্রশংসা করেছেন সিনেমাটির। ইউটিউবে ইফতেখার হোসেন লিখেছেন, ‘ভালো কিছুর আশায় থাকলাম।’ অন্য একজন মন্তব্য করেছেন, ‘পুরাই মালয়লাম ছবির একটা ভাইব, টিজারের মাঝে একটা আকর্ষণ আছে। এটি পুরো ছবিতে ধরে রাখতে পারলে দারুণ হবে।

নির্মাতা মোহাম্মদ তাওকীর জানান, ‘দেলুপি’ নামটি এসেছে খুলনার পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়ন থেকে। সেই অঞ্চলের মানুষের জীবন, বাস্তবতা এবং সম্পর্কের গল্প থেকে অনুপ্রাণিত হয়ে এটি কাল্পনিক বাস্তবতায় রূপান্তর করা হয়েছে। তিনি বলেন, ‘গল্পটি শুধু ওই অঞ্চলের মানুষের জন্য নয়; এটি দেশের সর্বস্তরের মানুষের জীবনের সঙ্গেও মেলাতে পারবে। সিনেমার শুটিং, অভিনয়শিল্পী—সবই স্থানীয় এবং গল্পের মধ্যে লুকিয়ে আছে সিনেমার আসল শক্তি।’

তিনি আরো যোগ করেন, ‘আমি সবসময় বাস্তব মানুষের গল্প বলতে চেয়েছি। “দেলুপি” মূলত সেই চেষ্টারই একটি ধাপ। প্রতিটি চরিত্র, প্রতিটি ফ্রেম আসলে মানুষের জীবন ও তাদের অনুভূতির অংশ। আমার কাছে সত্যিকার অনুভূতি তুলে ধরা সব সময় বেশি গুরুত্বপূর্ণ।’

এছাড়া তাওকীর ‘অদ-ভূত’ নামের আরেকটি শিশুতোষ চলচ্চিত্রও নির্মাণ করছেন। ছবিটির প্রি-প্রডাকশনের কাজ চলছে এবং ২০২৩-২৪ অর্থবছরে এটি সরকারি অনুদান পেয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পদাতিক নাট্য সংসদ এর নতুন নাটক আলিবাবা এবং চল্লিশ চোর
পদাতিক নাট্য সংসদ এর নতুন নাটক আলিবাবা এবং চল্লিশ চোর
বিস্ফোরক যে মন্তব্য করে আলোচনায় পরেশ রাওয়াল
বিস্ফোরক যে মন্তব্য করে আলোচনায় পরেশ রাওয়াল
‘বোম্বে ভেলভেট’এ রণবীর সিং এর পরিবর্তে রণবীর কাপুর
‘বোম্বে ভেলভেট’এ রণবীর সিং এর পরিবর্তে রণবীর কাপুর
ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ, যে সিনেমা মুক্তি স্থগিত চেয়ে রিট
ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ, যে সিনেমা মুক্তি স্থগিত চেয়ে রিট