
দিন গুনছেন পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডা। আর কয়েকদিনের অপেক্ষা। ভূমিষ্ঠ হবে তাদের প্রথম সন্তান। গত অগাস্টেই পরিণীতি মা হওয়ার সুখবর দেন। সন্তান ভূমিষ্ঠ হতে পারে খুব শীঘ্রই, তাই দিল্লি উড়ে গেলেন পরিণীতি। সেখানেই জন্ম নেবে তার সন্তান।
পরিণীতি রুপালি পর্দার মানুষ, তাই তার কর্মভূমি মুম্বাই। অন্যদিকে তার স্বামী রাঘব চাড্ডা রাজনীতিবিদ। দিল্লিতে তার কর্মজগৎ। অভিনেত্রীর স্বামীর পৈত্রিক বাড়িও দিল্লিতেই। বিয়ের পর থেকেই মুম্বাই-দিল্লি আসা যাওয়া করছিলেন তিনি। অন্তঃসত্ত্বা অবস্থাতেও মুম্বাইয়ে থেকেছেন বেশিরভাগ সময়।
অন্তঃসত্ত্বা অবস্থায় বাড়তি যত্নের প্রয়োজন পড়ে। শরীরের এই অবস্থায় নিয়ম মেনে চলতে হয়। এই পরিস্থিতিতে সকলের সঙ্গে থাকা সবচেয়ে ভালো। ঠিক সেই কারণেই পরিণীতিকে একা রাখতে চাইছেন না তার বাড়ির লোকেরা। দিল্লিতে সকলের সঙ্গে থাকলে পরিণীতির যত্নআত্তির কোনও ত্রুটি হবে না। সেটা ভেবেই পরিণীতিকে দিল্লিতে নিয়ে যাওয়া হয়েছে।
প্রসঙ্গত, ২০২৩ সালের সেপ্টেম্বরে ‘আম আদমি পার্টি’র সাংসদ রাঘব চাড্ডার সঙ্গে বিয়ে হয় পরিণীতির। রাজস্থানের উদয়পুরে ঘটা করে হয়েছিল বিয়ের উদযাপন। বিয়ের ছয় মাসের মধ্যে এক অনুষ্ঠানে কালো ঢিলেঢালা পোশাকে পরিণীতির উপস্থিতিই তার অন্তঃসত্ত্বা হওয়ার খবরকে উস্কে দিয়েছিল। সেই ঘটনার বছর ঘুরতে না ঘুরতেই সুখবর দিলেন পরিণীতি। উল্লেখ্য, বিয়ের পর থেকে গত দু’বছরে বিশেষ কোনও ছবিতে দেখা যায়নি পরিণীতিকে।
মন্তব্য করুন