
মা হলেন পরিণীতি চোপড়া। গতকাল রোববার দিল্লির একটি হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন এই বলিউড অভিনেত্রী। সামাজিক মাধ্যমে এক যৌথ বিবৃতি শেয়ার করে সন্তানের আগমনের খবর জানান পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডা দম্পতি। তবে ছেলের নাম এখনো প্রকাশ্যে আনেননি।
বিবৃতিতে পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডা লিখেছেন, ‘অবশেষে তিনি এসেছেন। আমাদের ছেলে হয়েছে। আমরা আক্ষরিক অর্থে আগের জীবনকে স্মরণ করতে পারি না! আমাদের হৃদয় পরিপূর্ণ। প্রথমে আমরা একে অপরকে পেয়েছিলাম, এখন আমাদের সব কিছু রয়েছে।’
এদিকে সন্তান আগমনের খবর ছড়িয়ে পড়তেই শুভেচ্ছায় ভাসছেন পরিণীতি-রাঘব। শুভেচ্ছা জানিয়েছেন অনন্যা পাণ্ডে, কৃতি শ্যাননসহ আরো অনেক তারকা। এর আগে শনিবার শ্বশুরবাড়ি দিল্লিতে পৌঁছান অন্তঃসত্ত্বা পরিণীতি। আজ সকালে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
আগস্ট মাসে ইনস্টাগ্রামে একটি কেকের ছবি পোস্ট করেছিলেন পরিণীতি ও রাঘব। কেকের ওপর লেখা ছিল- ‘১ + ১ = ৩’। পাশে অভিনেত্রী লিখেছিলেন, ‘আমাদের ছোট্ট পৃথিবী আসছে...কৃতজ্ঞতা জানাব কীভাবে, ভাষা খুঁজে পাচ্ছি না।’ এই পোস্টেই প্রথমবার প্রকাশ্যে আসে তাদের সন্তান আসার হওয়ার খবর।
প্রসঙ্গত, ২০২৩ সালের মে মাসে নয়াদিল্লির কাপুরথালা হাউসে বাগদান সেরেছিলেন পরিণীতি-রাঘব। একই বছরের সেপ্টেম্বরে রাজস্থানের উদয়পুরের লীলা প্যালেসে রাজকীয় বিয়ে সারেন তারা। বিয়ের পর থেকেই পরিণীতি অভিনয় থেকে দূরে ছিলেন, মনোযোগ দিয়েছিলেন সংসার ও ভবিষ্যৎ পরিকল্পনায়। আজ তাদের হৃদয় পরিপূর্ণ হলো।
মন্তব্য করুন