বুধবার, ০৫ নভেম্বর ২০২৫

এবার ওটিটিতে জয়ার ‘নকশীকাঁথার জমিন’

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৫, ০৯:৪৩ এএম

চলতি বছরের জানুয়ারিতে প্রেক্ষাগৃহে মুক্তি পায় জয়া আহসান অভিনীত সিনেমা ‘নকশীকাঁথার জমিন’। এবার ওটিটি প্লাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পেয়েছে মুক্তিযুদ্ধের গল্প নির্ভর সিনেমাটি। সিনেমাটি গতকাল রোববার ১৯ (অক্টোবর) থেকে সিনেমাটি আইস্ক্রিনে উপভোগ করতে পারছেন দর্শকরা ।

আকরাম খান পরিচালিত জয়া আহসান অভিনীত এই সিনেমাটি মুক্তি পেয়ে দর্শকদের কাছে প্রশংসিত হয়েছিল। সিনেমাটি এখন ওটিটি মাধ্যমে দেখা যাবে। মুক্তিযুদ্ধে সব হারানো দুই বোন রাহেলা ও সালেহা তাদের এক জীবনের আখ্যানের নকশা তোলে নকশী কাঁথার জমিনে। মাটির মানুষ আর মনের গল্পে বোনা এক নকশী কাঁথার স্পর্শ দেখতে সিনেমাটি দেখার আহ্বান জানিয়েছেন নির্মাতা।

উঠে এসেছে কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের ‘বিধবাদের কথা’ গল্প অবলম্বনে একাত্তরের মুক্তিযুদ্ধের দিনগুলো। এতে দুই বোনের ভূমিকায় অভিনয় করেছেন জয়া আহসান ও ফারিহা শামস সেঁওতি।

অন্যদিকে, দুই ভাইয়ের চরিত্রে অভিনয় করেছেন ইরেশ যাকের ও রওনক হাসান। গুরুত্বপূর্ণ দুটি চরিত্রে রয়েছেন দুই ভাই দিব্য জ্যোতি ও সৌম্য জ্যোতি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নির্মাণ হলো বিশেষ নাটক 'স্বামীর আদর'
নির্মাণ হলো বিশেষ নাটক 'স্বামীর আদর'
বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় পুরুষ কে এই জনাথন বেইলি
বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় পুরুষ কে এই জনাথন বেইলি
বিএনপির দুঃসময়ের সাথী, স্বৈরাচারের জম রুমিন ফারহানা আপা: হিরো আলম
বিএনপির দুঃসময়ের সাথী, স্বৈরাচারের জম রুমিন ফারহানা আপা: হিরো আলম
যে ধরণের পুরুষ পছন্দ মালাইকার
যে ধরণের পুরুষ পছন্দ মালাইকার