বুধবার, ০৫ নভেম্বর ২০২৫

প্রকাশ্যে তাহসানের সংগীতজীবনের শেষ গান

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৫, ১০:১০ এএম
আপডেট : ২০ অক্টোবর ২০২৫, ১১:০২ এএম

বেশ কিছু ক’দিন আগেই সঙ্গীত জীবনে অবসরের ঘোষণা দিয়েছিলেন সংগীতশিল্পী তাহসান রহমান খান। সেইসঙ্গে জানিয়েছিলেন আর একটি মাত্র গান প্রকাশ হবে তার। সেটাই হবে শেষ গান। এবার নিজের জন্মদিনে তিনি প্রকাশ করলেন নিজের সংগীত জীবনের শেষ গান, নাম ‘প্রাকৃতিক’।

শ্রোতা-ভক্তদের জন্য এটি কেবল একটি গান নয়, বরং এক যুগের বিদায়ী সুর। অভিনয় থেকে সংগীত- দুটি জগতে সমান জনপ্রিয় ছিলেন তাহসান। কিছুদিন আগে ঘোষণা দিয়েছিলেন, সংগীত থেকে সরে দাঁড়াচ্ছেন। ব্যক্তিগত জীবনের নীরব পর্বে প্রবেশ করতে চান তিনি। বলেছিলেন, “গান গাওয়া শেষ, এবার সময়টা শুধু নিজের জন্য। সেই প্রতিশ্রুতির অংশ হিসেবেই এল ‘প্রাকৃতিক’ তাহসানের শেষ গান।তবে এই গানটি একেবারেই নতুন নয়। ২০০৩ সালে ব্যান্ড ব্ল্যাকের অ্যালবাম ‘উৎসবের পর’-এ গানটি প্রথমবার আসে জন কবির ও তাহসান খানের যৌথ কণ্ঠে।

২২ বছর পর সেই গানকেই নতুন সংগীতায়োজনে, এককভাবে গাইলেন তাহসান। সুর ও কথায় কোনো পরিবর্তন না এনে, আধুনিক যন্ত্রানুষঙ্গ আর নিখুঁত সাউন্ড ডিজাইনের মাধ্যমে গানটি ফিরে এসেছে আরও পরিণত, আরও আবেগতাড়িত হয়ে।

গানটি প্রকাশ হয়েছে তাহসানের নিজস্ব ইউটিউব প্ল্যাটফর্মে, ‘পোরসেলিনা তাহসানস প্লেলিস্ট’ নামের প্রকল্পের শেষ অধ্যায় হিসেবে। এই প্লেলিস্টে আগে তাহসানের পুরোনো জনপ্রিয় গানগুলোই ফিরে এসেছে নতুন সংগীতবিন্যাসে।

তাহসানের এই ঘোষণা অনেকের জন্য আকস্মিক। কারণ তিনি ছিলেন এমন এক কণ্ঠ, যাকে ঘিরে তৈরি হয়েছে অগণিত শৈশব-কৈশোর-যৌবনের স্মৃতি। তার গান মানেই কোনো না কোনো সম্পর্ক, গল্প, হারিয়ে যাওয়া সময়ের প্রতিধ্বনি।

শেষ সাক্ষাৎকারে তাহসান বলেছিলেন, তিনটা গান রেকর্ড করা ছিল। মনে হয়েছিল, আর প্রকাশ করব না। তবে ‘প্রাকৃতিক’ শুধু প্রকাশের অপেক্ষায় ছিল। সেটাই শ্রোতাদের জন্য রেখে গেলাম।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নির্মাণ হলো বিশেষ নাটক 'স্বামীর আদর'
নির্মাণ হলো বিশেষ নাটক 'স্বামীর আদর'
বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় পুরুষ কে এই জনাথন বেইলি
বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় পুরুষ কে এই জনাথন বেইলি
বিএনপির দুঃসময়ের সাথী, স্বৈরাচারের জম রুমিন ফারহানা আপা: হিরো আলম
বিএনপির দুঃসময়ের সাথী, স্বৈরাচারের জম রুমিন ফারহানা আপা: হিরো আলম
যে ধরণের পুরুষ পছন্দ মালাইকার
যে ধরণের পুরুষ পছন্দ মালাইকার