
অবশেষে ভক্তদের অপেক্ষার অবসান হলো। দীপাবলির আবহে কন্যা দুয়ার মুখ প্রকাশ্যে আনলেন দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংহ।
মায়ের সঙ্গে রং মিলিয়ে সেজেছে ছোট্ট দুয়া। দীপিকা ও দুয়া দু’জনের পরনেই লাল রঙের জমকালো চুড়িদার। তার সঙ্গে মানানসই সোনার গয়না। দীপাবলির কথা মাথায় রেখেই সেজেছেন মা ও মেয়ে। দুয়ার মাথার দু’দিকে ঝুঁটি বেঁধে দিয়েছেন দীপিকা। অন্য দিকে বাবার পরনে সাদা ও ঘিয়ে রঙের মিশেলে শেরওয়ানি।
বাবা-মায়ের মধ্যমণি হয়ে কখনও দুয়া হাসছে, কখনও আকাশের দিকে তাকিয়ে কিছু দেখাচ্ছে। বাবা-মাও কন্যাকে আদরে মুড়ে রেখেছেন। ছবিগুলি ভাগ করে নিয়ে তারকাদম্পতি লিখেছেন, “দীপাবলির শুভেচ্ছা।” অনুরাগীরাও ছোট্ট দুয়াকে দেখতে পেয়ে উচ্ছ্বসিত। কেউ বলছেন দীপিকার মতো দেখতে হয়েছে দুয়াকে। কারও আবার দাবি, রণবীরের ছাপ রয়েছে কন্যার মুখে।
পাঁচটি ছবির মধ্যে শেষ ছবিতে দেখা যাচ্ছে, দীপিকার কোলে বসে আছে ছোট্ট দুয়া। মা ও কন্যা দু’জনেই জোড়হাতে ঈশ্বরকে ডাকছেন।
উল্লেখ্য, গত বছর গণেশ চতুর্থীর পরের দিনই কন্যা সন্তানের জন্মের খবর দেন দীপিকা পাড়ুকোন। একই বছরের দীপাবলিতে মেয়ের ছোট্ট পায়ের ছবি প্রকাশ করে নাম জানান ‘দুয়া’। সেই ধারাবাহিকতায় এ বছর দীপাবলির দিনেই কন্যার মুখ উন্মোচন করলেন দীপিকা ও রণবীর।
মন্তব্য করুন