বুধবার, ০৫ নভেম্বর ২০২৫

জন্মদিনের আগেই চমক পেলেন পরীমণি!

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৫, ০১:১৬ পিএম

২৪ অক্টোবর অভিনেত্রী পরীমণির জন্মদিন। বিশেষ দিন উপলক্ষে নায়িকার নিজের যত না উত্তেজনা থাকে, তাঁর চারপাশের সবাই এই দিনটা নিয়ে আরও বেশি করে ভাবে। সেই প্রমাণই আবার মিলল সমাজমাধ্যমে।

কয়েকদিন বাকি থাকলেও শুরু হয়ে গেছে এই নায়িকার জন্মদিন উদযাপন। শুরুতেই তাকে সারপ্রাইজ দিলেন তার পরিচিত মেকআপ আর্টিস্ট অর্ক।

কর্মসূত্রে আলাপ। কিন্তু অর্ক যে কবে তাঁর পরিবারের এক সদস্য হয়ে উঠেছেন, তা নিজেই বুঝতে পারেননি অভিনেত্রী। জন্মদিনের আগে তাই অর্কর কাণ্ড দেখে আবেগপ্রবণ হয়ে পড়লেন অভিনেত্রী।

চারিদিকে আলোর রোশনাই। নায়িকার অপেক্ষায় সবাই। ঘিরে রঙা সালোয়ার, খোঁপায় বেলফুলের মালা দিয়ে এলেন ‘বার্থডে গার্ল’। ভাবেননি তাঁর জন্য এত আয়োজন হবে। নায়িকা লেখেন, “২৪ অক্টোবর আমার জন্মদিন। গতকাল রাতেই সেলিব্রেট করে ফেলল অর্ক। কারণ আমি এ বার জন্মদিনে দেশে থাকছি না।” পারিবারিক বন্ধনও তাঁদের দৃঢ় হয়েছে সময়ের সঙ্গে। তাই চমকে দিয়ে দিদির জন্য বিশেষ আয়োজন করলেন পরীমণির আদরের ভাই অর্ক।

নায়িকা যোগ করেন, “অর্ক ভাইয়ের মতো। ওর অনেক আবদার থাকে আমার কাছে। তেমনি এক আবদারে গত কাল রাতে ওর বাসায় যেতে হয়েছে আমাকে। গিয়ে দেখি এই অবস্থা! আমি এত খুশি হয়ে গেছি রে অর্ক! আমি সারাজীবন তোদের সঙ্গে নিয়ে আমার জীবনের আনন্দ উদযাপন করতে চাই।” জন্মদিন পালনের ছবিতে নায়িকার দুই সন্তানকে দেখতে না পেয়ে, খুদেদের খোঁজ নিয়েছে অনেকেই। জন্মদিন উপলক্ষে আরো কী কী পরিকল্পনা করেছেন অভিনেত্রী তা জানার অপেক্ষা্য় আছে ভক্তরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নির্মাণ হলো বিশেষ নাটক 'স্বামীর আদর'
নির্মাণ হলো বিশেষ নাটক 'স্বামীর আদর'
বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় পুরুষ কে এই জনাথন বেইলি
বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় পুরুষ কে এই জনাথন বেইলি
বিএনপির দুঃসময়ের সাথী, স্বৈরাচারের জম রুমিন ফারহানা আপা: হিরো আলম
বিএনপির দুঃসময়ের সাথী, স্বৈরাচারের জম রুমিন ফারহানা আপা: হিরো আলম
যে ধরণের পুরুষ পছন্দ মালাইকার
যে ধরণের পুরুষ পছন্দ মালাইকার