
দেশীয় শোবিজের দুই আলোচিত অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয় এবং জায়েদ খান। যদিও জয় অনেক আগে থেকেই উপস্থাপনা করে আসছেন বেশ কয়েকটি অনুষ্ঠানে, তবে যুক্তরাষ্ট্র গিয়ে নতুন একটি অনুষ্ঠান উপস্থাপনা শুরু করেছেন জায়েদ খান। এর আগে বাংলাদেশে থাকতে জয়ের একাধিক অনুষ্ঠানে হাজির হয়েছিলেন জায়েদ খান। তাদের সেই আলাপচারিতা ভাইরালও হয়েছে।
এবার আবারও জায়েদকে খোঁচা দিলেন জয়। তবে অনেকটা কায়দা করে, প্রশংসার ছলে। বুধবার (২২ অক্টোবর) জয় তার ফেসবুক পেজে জায়েদ খানের একটি নাচের ভিডিও শেয়ার করেন। ভিডিওটি ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’ নামের অনুষ্ঠানের একটি অংশ, যেখানে হাসিখুশি ভঙ্গিতে নাচতে দেখা যায় জায়েদকে।
পোস্টের ক্যাপশনে জয় লিখেছেন, ‘উনি (জায়েদ খান) কোন অপরাধে অপরাধী কিংবা কোনো রাজনৈতিক দলের সদস্য, সেটা আমি জানতে চাই না। আমি অবাক বিস্ময়ে দেখি একজন মানুষ কীভাবে এত সুখী হতে পারে! দলমত বা রাজনীতির ঊর্ধ্বে থেকে মানুষের এই সুখ উপভোগ করি, আবার কখনো কখনো হিংসাও হয়।’
তিনি আরও লেখেন, ‘আমার বিবেক-বুদ্ধি বা সংবেদনশীলতা আমাকে এরকম আনন্দ করতে দেয় না। তাই তার এই সুখী রূপ দেখে মাঝে মাঝে নিজের বুদ্ধি-সংবেদনশীলতাকেই তুচ্ছ মনে হয়। ভালো থাকুন ভাই, আপনার দ্বারা যেন কারও ক্ষতি না হয়।’
জয়ের পোস্টের শেষাংশে ছিল একরাশ কটাক্ষ ও মমতা মেশানো মন্তব্য। তিনি লেখেন, ‘এভাবেই বিনোদন দিয়ে যান। বাঙালির বিনোদনের বড় অভাব। যেকোনো একটা উপলক্ষ পেলেই তারা টেনে-হিঁচড়ে সেটাকে উপভোগ করতে চায়। কিন্তু আসলে কি তা উপভোগ্য হয়?’
জয়ের পোস্টটি ঘিরে ইতিমধ্যে ফেসবুকে চলছে ব্যাপক আলোচনা। কেউ জয়কে সাহসী মন্তব্যের জন্য প্রশংসা করছেন, আবার কেউ তা বিদ্রূপ হিসেবে দেখছেন।
প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই আমেরিকায় আছেন চিত্রনায়ক জায়েদ খান। গত বছর ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর আর দেশে ফেরেননি তিনি।
মন্তব্য করুন