বুধবার, ০৫ নভেম্বর ২০২৫

‘রাক্ষস’ ছেড়ে ‘বনলতা এক্সপ্রেস’-এ সাবিলা নূর

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৫, ০৩:২৬ পিএম
আপডেট : ২৩ অক্টোবর ২০২৫, ০৩:৪৪ পিএম

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। মডেলিং ও অভিনয়ে এক দশকেরও বেশি সময় পার করেছেন শোবিজ অঙ্গনে তিনি। তবে তার ক্যারিয়ারে সবচেয়ে বড় চমক হলো শাকিব খানের বিপরীতে অভিনয় করা। তাণ্ডব সিনেমা মুক্তির পর ছোট পর্দার কাজ করছেন না বলেই ধরে নেওয়া যায়। বলতে গেলে সাবিলা এখন পুরোদমে চলচ্চিত্রের মানুষ। কারণ তার সব ফোকাস এখন চলচ্চিত্রে।

ছোট পর্দা নিয়ে সাবিলার ভাষ্য, আমি নাটকে এখন বেছে বেছে কাজ করছি। ‘তাণ্ডব’ একটা মানদণ্ড তৈরি করেছে। তাই এরপর যা-ই করি, সেটা অন্তত ‘তাণ্ডব’-এর সমমানের বা তার চেয়েও ভালো হতে হবে।

শাকিব খানের সঙ্গে ‘তাণ্ডব’ সিনেমায় অভিনয় করে আলোচনায় আসেন সাবিলা নূর। ছবিটি মুক্তির কয়েক মাস পার হতেই সবার একটাই প্রশ্ন—কবে আবার বড় পর্দায় দেখা মিলবে সাবিলার। যখন বিভিন্ন অনুষ্ঠানে নানাজনের কাছে এমন প্রশ্নের মুখে সাবিলা, ঠিক তখনই জানা যায়, ‘রাক্ষস’ নামের একটি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন তিনি। ‘বরবাদ’ সিনেমা বানিয়ে আলোচনায় আসা মেহেদী হাসান সেই ছবির পরিচালক।

‘রাক্ষস’ নিয়ে যখন আলোচনা চলে, তখন আবার জানা যায়, ‘বনলতা এক্সপ্রেস’ নামে তানিম নূরের ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন সাবিলা। দুটি ছবির শুটিং শুরুর সময়টাও কাছাকাছি। তাহলে কি একসঙ্গে দুই ছবির শুটিং করবেন সাবিলা, এমনটা যখন ভাবা হচ্ছিল, তখনই সামনে আসে, ‘রাক্ষস’ করছেন না এই তারকা। জানা গেছে, প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের জনপ্রিয় উপন্যাস ‘কিছুক্ষণ’ অবলম্বনে সিনেমটি নির্মাণ করতে যাচ্ছেন নির্মাতা তানিম নূর। সিনেমাটির নাম ‘বনলতা এক্সপ্রেস’।

‘রাক্ষস’ ছবির শুটিং শুরু হবে এ বছরের ডিসেম্বরে, যেটিতে নায়ক সিয়াম আহমেদ চূড়ান্ত। একই মাসে শুরু হবে ‘বনলতা এক্সপ্রেস’, যেটিতে অভিনয় করবেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, শরিফুল রাজ ও সাবিলা নূর। জানা গেছে, একই সময়ে দুই ছবির শুটিং দিনক্ষণ চূড়ান্ত হওয়ার কারণে ‘রাক্ষস’ ছবির পরিচালক ও প্রযোজনা প্রতিষ্ঠানের স্বত্বাধিকারীর সঙ্গে কথা বলে নিজেকে সরিয়ে নেন সাবিলা নূর।

নির্মাতা সূত্রে জানা গেছে, ছবিতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করবেন চঞ্চল চৌধুরী। এখন চলছে ছবির চিত্রনাট্য লেখার কাজ। সবকিছু ঠিক থাকলে ডিসেম্বরেই এর শুটিং সম্পন্ন হবে ঢাকা ও ঢাকার বাইরের বিভিন্ন লোকেশনে। ২০২৬ সালের ঈদুল ফিতরে ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, বিজ্ঞাপনচিত্রে কাজের মাধ্যমে শোবিজে যাত্রা শুরু সাবিলার। ২০১৪ সালে নাটক ‘ইউটার্ন’ নামের একটি নাটকের মাধ্যমে অভিনয়ে অভিষেক ঘটে তার।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নির্মাণ হলো বিশেষ নাটক 'স্বামীর আদর'
নির্মাণ হলো বিশেষ নাটক 'স্বামীর আদর'
বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় পুরুষ কে এই জনাথন বেইলি
বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় পুরুষ কে এই জনাথন বেইলি
বিএনপির দুঃসময়ের সাথী, স্বৈরাচারের জম রুমিন ফারহানা আপা: হিরো আলম
বিএনপির দুঃসময়ের সাথী, স্বৈরাচারের জম রুমিন ফারহানা আপা: হিরো আলম
যে ধরণের পুরুষ পছন্দ মালাইকার
যে ধরণের পুরুষ পছন্দ মালাইকার