
বলিউডে নতুন তারকা অনীত পাড্ডাড় বয়স মাত্র ২৩। এই বয়সেই ইতিহাস গড়লেন তিনি, যা ভারতের আর কোনো অভিনেতা-অভিনেত্রী এর আগে করতে পারেন নি।
তিনি হলেন ভারতের সবচেয়ে কম বয়সী তারকা যিনি একটি বিরাট সিনেমাটিক ইউনিভার্সের (একই গল্পের অনেক ছবির সিরিজ) প্রধান চরিত্রে অভিনয় করতে চলেছেন। সেই ছবির নাম‘শক্তি শালিনী’।
অনীতের এই কাজ কেন এত বড়? এর আগে তিনি‘ সাইয়ারা’ নামের একটি সুপারহিট রোমান্টিক ছবি উপহার দিয়েছিলেন যা ভারতে সবচেয়ে বেশি আয় করা প্রেমের ছবি। সেই সাফল্যের পর এখন তিনি প্রযোজক দীনেশ বিজনের বিখ্যাত ম্যাডক হরর কমেডি ইউনিভার্স’ এর মতো বড় একটি সিরিজের মূল ছবিতে একাই নেতৃত্ব দিচ্ছেন।
অনীত শুধুএকটি ছবিতে অভিনয় করছেন না, তিনি এই পুরো ছবির সিরিজের নেতৃত্ব দিচ্ছেন। আজকের দিনে শাহরুখ খান বা সালমান খানের মতো বড় তারকারাই সাধারণত এই ধরনের ইউনিভার্সের ছবিতে প্রধানহ ন। কিন্তু অনীত এই নতুন প্রজন্মের তারকা হয়ে একাই সেই জায়গা দখল করলেন।
অনীতের নতুন ছবি ‘শক্তি শালিনী’ ২০২৬ সালের ২৪ ডিসেম্বর বড়দিনের ছুটিতে মুক্তি পাবে। বড় উৎসবে ছবি মুক্তি মানেই বক্স অফিসে বড় বাজিমাত। এই জায়গাটা আগে শুধু‘খান’ ও ‘কাপুর’ উপাধিধারীরাই পেতেন। এখন অনীত সেই তালিকায় যোগ দিলেন।
অনেকেই মনে করছেন আলিয়া ভাটের পর এখন অনীত পাড্ডাই হচ্ছেন বলিউডের পরবর্তী শক্তিশালী নায়িকা।
মন্তব্য করুন