
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান ও নির্মাতা রেদওয়ান রনির প্রেমের গুঞ্জন দীর্ঘদিন ধরেই। এতদিন কেউ এটা স্বীকার করতেন না। সব সময়ই এই প্রশ্ন এড়িয়ে চলেছেন। সম্প্রতি এই প্রেম ভেঙে গেছে বলেও শোনা যায়। তবে এবার অভিনেত্রী রনির সঙ্গে প্রেমবিষয়ক প্রশ্নের উত্তর দিলেন। সম্প্রতি এক শোতে হাজির হয়েছিলেন সাদিয়া আয়মান। শোটির ফরম্যাট ছিল মজার। একটি কাচের জার থেকে প্রশ্ন তুলে নিতে হবে, আর তার উত্তর দিতে হবে সঙ্গে সঙ্গে।
সেখানেই অভিনেত্রীর হাতে উঠে আসে একটি চিরকুট, তাতে লেখা ছিল ‘নির্মাতা রেদওয়ান রনির সঙ্গে আপনার প্রেমের গুঞ্জন শোনা যায়। প্রশ্নটি পড়েই মুচকি হাসলেন সাদিয়া। তারপর হালকা লজ্জিত হাসিতে উত্তর দিলেন, যা রটে, তার কিছু হলেও ঘটে। উপস্থাপক আবারও জানতে চান, তাহলে বিষয়টা কতটা সত্যি?
জবাবে সাদিয়া আরও খোলামেলা হয়ে বলেন, আমি ব্লাশ করতেছি এতেই বোঝা উচিত। এটা তো স্পষ্ট করে বলারও কিছু নয়, আবার ঢাকঢোল পিটিয়েও বলার কিছু নয়। যেহেতু মানুষ এটা ভেবে নিয়েছে, সেহেতু তাদের ভাবতেই দিই। এটাই আমার ভালো লাগা। এরপর কিছুটা গম্ভীর হয়ে অভিনেত্রী যোগ করেন, ‘ভবিষ্যতে কী হবে, সেটা আল্লাহ জানেন। উনার হাতেই সবকিছু। আমাদের কাজ শুধু চেষ্টা করা। সবাই আমাদের জন্য দোয়া করবেন, যেন আমি ভালো থাকতে পারি।' তবে এতদিন পর অভিনেত্রী প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেও নির্মাতা রেদওয়ান রনি এখন পর্যন্ত এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।
মন্তব্য করুন