
বলিউডের জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর প্রায় ৫ বছর পর নতুন রহস্যের উদঘাটন করেছে ভারতের সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন (সিবিআই)। তিনি তার প্রেমিকা রিয়া চক্রবর্তীর জন্য স্বেচ্ছায় ১৬ লাখ ৮০ হাজার রুপি খরচ করেছিলেন। তাই এ অর্থ খরচের বিষয়কে আত্মসাৎ বা প্রতারণা বলা যাবে না বলেছেন সিবিআই।
২০১৮ সালের এপ্রিল থেকে ২০২০ সালের জুন পর্যন্ত রিয়ার সঙ্গে লিভ-ইন সম্পর্কে ছিলেন সুশান্ত। ২০২০ সালের ১৪ জুন মুম্বাইয়ে নিজ বাসায় সুশান্তকে মৃত অবস্থায় পাওয়া যায়।
প্রাথমিক তদন্তে এটিকে আত্মহত্যা বলে উল্লেখ করা হলেও, পরে তদন্তভার নেয় সিবিআই। সম্প্রতি সিবিআই তাদের ক্লোজার রিপোর্টে জানিয়েছে যে, সুশান্তের মৃত্যুর ঘটনায় আত্মহত্যায় প্ররোচনা বা অন্য কোনো অপরাধের প্রমাণ পাওয়া যায়নি। সিবিআই জানায়, সুশান্তের অনুরোধেই তার ম্যানেজার শ্রুতি মোদি ২০১৯ সালের অক্টোবর মাসে তাদের (সুশান্ত ও রিয়া) ইউরোপ সফরের টিকিট বুক করেছিলেন।
তাই তাদের সম্পর্কের সময়কালের খরচগুলোকে ‘স্বাভাবিক ব্যয়’ হিসেবে বিবেচনা করা হয়েছে ও অভিনেতার বান্ধবী রিয়া চক্রবর্তীকে ক্লিন চিট দেওয়া হয়েছে।
প্রতিবদনে আরও বলা হয়েছে, রিয়া বা তার ভাই শওয়িক চক্রবর্তী তারা কেউই ২০২০ সালের ৮ জুন থেকে সুশান্তের মৃত্যুর দিন পর্যন্ত তার বাসায় উপস্থিত ছিলেন না।
সিবিআই জানিয়েছে, ‘সুশান্তকে না জানিয়ে তার সম্পত্তি বা জিনিসপত্র থেকে কিছু নেওয়া হয়েছে— এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি।
তবে এই সিদ্ধান্ত সুশান্তের পরিবার মানতে নারাজ। তাদের অভিযোগ, তদন্ত অসম্পূর্ণ এবং সিবিআই গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছে। পরিবারের একজন সদস্যের মতে, যদি সত্যিই নিরপেক্ষ তদন্ত হতো, তাহলে রিপোর্টের সঙ্গে সব নথি প্রকাশ করা হতো।
সুশান্তের মৃত্যুর পর থেকেই তার পরিবার রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে প্ররোচনা ও মানসিক নিপীড়নের অভিযোগ করে আসছে। ঘটনার পর রিয়াকে গ্রেপ্তার করা হলেও পরে তিনি জামিনে মুক্তি পান।
এবার সুশান্তের পরিবার নতুন করে আইনি লড়াইয়ে নামছে। পরিবারের আইনজীবী জানিয়েছেন, তারা সিবিআইয়ের রিপোর্ট আদালতে চ্যালেঞ্জ করবেন এবং সুশান্তের মৃত্যুর ন্যায়বিচারের জন্য বদ্ধপরিকর।
মন্তব্য করুন