মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

ডেনমার্কে স্থায়ী বসবাসের রিপোর্ট উড়িয়ে দিলেন তাপসী পান্নু

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৫, ০১:৪১ পিএম
তাপসী পান্নু
তাপসী পান্নু

ডেনমার্কের প্রাক্তন ব্যাডমিন্টন খেলোয়াড় মাথিয়াস বো কে বিয়ে করার পর অভিনেত্রী তাপসী পান্নু নাকি ভারত ছেড়ে বিদেশে পাকাপাকিভাবে বসবাস শুরু করেছেন! সম্প্রতি এমন এক ভুয়া রিপোর্টের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ‘ডানকি’ খ্যাত অভিনেত্রী।

তাপসী গত মার্চ (২০২৪)-এ রাজস্থানের উদয়পুরে এক ঘরোয়া অনুষ্ঠানে মাথিয়াস বো কে বিয়ে করেন। ব্যক্তিগত জীবন নিয়ে তিনি বরাবরই নীরব। কিন্তু সম্প্রতি এক সাক্ষাৎকারে ডেনমার্কে তার শ্বশুর-শাশুড়ির সাথে কাটানো মুহূর্ত নিয়ে কিছু মন্তব্য করেছিলেন তিনি। সেই মন্তব্যকেই ভুলভাবে ব্যাখ্যা করে কিছু সংবাদ মাধ্যম ‘সেনসেশনাল’ বা চাঞ্চল্যকর শিরোনাম প্রকাশ করে যেখানে দাবি করা হয় অভিনেত্রী ‘বিদেশে শিফট’ করেছেন।

একটি পোর্টালের গুজব শিরোনামকে ইঙ্গিত করে তাপসী তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে সেই পোস্টটি রিশেয়ার করে তথ্য বিকৃতির জন্য পোর্টালটিকে সরাসরি আক্রমণ করেন।

নিজের হতাশা প্রকাশ করে তিনি লেখেন-‘এর চেয়ে কম মিথ্যা এবং কম চাঞ্চল্যকর শিরোনাম হতে পারে না!?’ তিনি আরও যোগ করেন-‘যা ফির হেডলাইন ভুলহো ইয়া সহি, আপ তো কহেঙ্গে ‘সবসে তেজ’ পোর্টাল। হয়তো একটু ধীরে চলো এবং সামান্য গবেষণা করো...?’ সবশেষে মজার ছলে তিনি লেখেন-‘পিএসএই আর্দ্র গরম মুম্বাইয়ের সকালে আমি আমার দোসা খাচ্ছি, ডেনমার্কে শিফট নয়!

এই প্রতিক্রিয়ার মাধ্যমে তাপসী স্পষ্ট করে দিয়েছেন তিনি এখনও তাঁর কর্মস্থল মুম্বাইতে রয়েছেন এবং বিদেশে স্থায়ীভাবে চলে যাওয়ার খবরটি সম্পূর্ণ মিথ্যা। এই বছরের শুরুতে তাপসী পান্নু-কে সবশেষ দেখা গেছে ‘খেল খেল মেঁ’ ছবিতে ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পদাতিক নাট্য সংসদ এর নতুন নাটক আলিবাবা এবং চল্লিশ চোর
পদাতিক নাট্য সংসদ এর নতুন নাটক আলিবাবা এবং চল্লিশ চোর
বিস্ফোরক যে মন্তব্য করে আলোচনায় পরেশ রাওয়াল
বিস্ফোরক যে মন্তব্য করে আলোচনায় পরেশ রাওয়াল
‘বোম্বে ভেলভেট’এ রণবীর সিং এর পরিবর্তে রণবীর কাপুর
‘বোম্বে ভেলভেট’এ রণবীর সিং এর পরিবর্তে রণবীর কাপুর
ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ, যে সিনেমা মুক্তি স্থগিত চেয়ে রিট
ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ, যে সিনেমা মুক্তি স্থগিত চেয়ে রিট