বুধবার, ০৫ নভেম্বর ২০২৫

কোক স্টুডিও বাংলায় তানজির তুহিনের 'ক্যাফে'

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৫, ০৩:২৩ পিএম

কোক স্টুডিও বাংলার তৃতীয় সিজনের সপ্তম গান ‘ক্যাফে’ মুক্তি পেয়েছে। গানটি গেয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী তানজির চৌধুরী তুহিন, সঙ্গে স্থান পেয়েছে ব্রাজিলিয়ান শিল্পী লিভিয়া মাতোস ও গৌরব চ্যাটার্জি গাবুর সুর-ছন্দ।

শুক্রবার রাত সাড়ে আটটার দিকে কোক স্টুডিও বাংলার ইউটিউব চ্যানেলে মুক্তি পায় ‘ক্যাফে’। আর সেখানে সুর-ছন্দের তাল উঠতেই কণ্ঠের যাদুতে এন্ট্রি নেন তানজির তুহিন, যা দেখে শ্রোতারা রীতিমতো চমকে যায়।

৫ মিনিট ৫০ সেকেন্ডের এই গানটিতে শুধু সুরের খেলা নয়, উঠে এসেছে অনুভূতি। যেখানে বাংলা ও লাতিন জ্যাজের অপূর্ব মেলবন্ধন পাওয়া যায়। শুভেন্দু দাস শুভর সংগীতায়োজনে এফ্রো-কিউবান জ্যাজ, লাতিন সালসা এবং বাংলা পঙক্তি একসঙ্গে উঠে এসেছে। গাবুর ছন্দ, অ্যাকর্ডিয়নে তোলা লিভিয়ার সুর এবং তানজির তুহিনের কণ্ঠ- সব মিলিয়ে গানটিকে করেছে অনন্য; সব মিলিয়ে অনুভূতিটা এমন, যেন একটি ক্যাফেই মাতাচ্ছেন তারা!

গানটি শুনে শ্রোতাদের মন্তব্যও ছিল সব চমৎকার! আর গানের সার্বিক পরিবেশনার প্রশংসা তো রয়েছেই। বিশেষ করে লাতিন ধাঁচের এই সংগীত শুনে ভক্তরা অনেকে চলে গেছেন যেন আশির দশকে!

গানটি প্রকাশের সঙ্গে কোকস্টুডিও বাংলা তাদের ক্যাপশনে লিখেছে, একটা ক্যাফে যেন হাজারো ছোট গল্পের একটা বই, যেখানে শব্দগুলো আস্তে আস্তে ভেসে যায়। এখানে চোখে চোখে কিছু কথা থেমে থাকে, আর অগোছালো নস্টালজিয়ায় মোড়ানো থাকে স্মৃতি। ক্যাফে সেই থেমে থাকা সময়ের গল্প, যেখানে প্রতিটা টেবিল একেকটা অধ্যায়, কখনও শুরু, কখনও শেষ, কখনও নিঃশব্দ অপেক্ষা।

এখন গানটা কতোটা দর্শক জনপ্রিয়তা পায় সেটাই দেখার অপেক্ষা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নির্মাণ হলো বিশেষ নাটক 'স্বামীর আদর'
নির্মাণ হলো বিশেষ নাটক 'স্বামীর আদর'
বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় পুরুষ কে এই জনাথন বেইলি
বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় পুরুষ কে এই জনাথন বেইলি
বিএনপির দুঃসময়ের সাথী, স্বৈরাচারের জম রুমিন ফারহানা আপা: হিরো আলম
বিএনপির দুঃসময়ের সাথী, স্বৈরাচারের জম রুমিন ফারহানা আপা: হিরো আলম
যে ধরণের পুরুষ পছন্দ মালাইকার
যে ধরণের পুরুষ পছন্দ মালাইকার