
নিজের গেমিং কৌশল পরিবর্তনের পথে আরও এক কঠোর সিদ্ধান্ত নিল স্ট্রিমিং জায়ান্ট নেটফ্লিক্স। জনপ্রিয় সিরিজ ‘স্কুইড গেম’ এর মোবাইল গেম ‘স্কুইড গেম:আনলিসড’ তৈরির জন্য বিখ্যাত স্টুডিও ‘বসফাইট এন্টারটেইনমেন্ট’কে বন্ধ করে দিল সংস্থাটি।
২০২২ সালে নেটফ্লিক্স এই স্টুডিওটিকে অধিগ্রহণ করেছিল। স্টুডিও বন্ধের এই খবরটি যথেষ্ট বিস্ময়কর, কারণ‘স্কুইড গেম:আনলিসড’ গত ডিসেম্বরে মুক্তি পাওয়ার পর ২৬টি দেশে ১ নম্বর স্থান দখল করেছিল বলে নেটফ্লিক্স নিজেই জানিয়েছিল। এর পাশাপাশি তারা ‘নেটফ্লিক্স স্টোরিজ’ গেম সিরিজও তৈরি করেছিল।
বসফাইট স্টুডিও বন্ধের ঘটনাটি নেটফ্লিক্সের গেমিং কৌশলে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। ২০২৪ সালের জুলাই মাসে অ্যালেইন টাস্কান গেমিং বিভাগের প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর থেকেই এই পরিবর্তন গুলি আসছে।
নেটফ্লিক্স এখন প্রধানত মোবাইল টাইটেল থেকে সরে এসে টিভিতে সরাসরি খেলার উপযোগী গেমএর দিকে মনোযোগ দিচ্ছে। তাদের নতুন কৌশলের কেন্দ্রবিন্দুতে রয়েছে:পার্টি গেম,ন্যারেটিভ গেম,কিডসগেম ও মূলধারার গেম। এই হলিডে সিজনে এ ধরনের একাধিক গেম মুক্তি পাবে।
উল্লেখ্য, গত অক্টোবরে একটি এএএ ভিডিও গেম স্টুডিও বন্ধ করে দেওয়ার পরও কোনো প্রকল্প মুক্তির আগেই সেটি বন্ধ করেছিল নেটফ্লিক্স। তবে স্টুডিও বন্ধের বিষয়ে নেটফ্লিক্স কোনো মন্তব্য করতে অস্বীকার করলেও বসফাইট-এর সহ-প্রতিষ্ঠাতা ও সিইও ডেভিড রিপি লিঙ্কডইনে একটি বিবৃতি দিয়েছেন।
মন্তব্য করুন