
		২০২৩ সালের ব্লকবাস্টার ‘জেইলার’এর অভাবনীয় সাফল্যের পর থেকেই ভক্তদের মনে একটাই প্রশ্ন ছিল এর সিক্যুয়েল আসবে কবে? সেই প্রশ্নের উত্তর এখন স্পষ্ট। সুপারস্টার রজনীকান্ত অভিনীত এবং নেলসন দিলীপ কুমার পরিচালিত বহু প্রতীক্ষিত ছবি ‘জেইলার ২’ ২০২৬এ রিলিজ হতে চলেছে।
সর্বশেষ খবর এবং ঘনিষ্ঠ সূত্রের রিপোর্ট বলছে এই কিস্তিটি শুধুমাত্র ‘টাইগার’ মুথুভেল পান্ডিয়ানের প্রত্যাবর্তনই নয় বরং বলিউডের প্রথম সারির দুই তারকার সংযোজনে এটি একটি প্যান-ইন্ডিয়াইভেন্টে পরিণত হতে চলেছে।
ছবিটি মুক্তির ঘোষণা রজনীকান্ত নিজে নিশ্চিত করেছেন, তার দেয়া তথ্য মতে ‘জেইলার ২’ ২০২৬ সালের ১২ই জুন বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
বর্তমানে চেন্নাইতে ছবির গুরুত্বপূর্ণ দৃশ্যের শ্যুটিং চলছে। এর আগে কেরালায় অ্যাকশন সিকোয়েন্সের কাজ শেষ হয়েছে। প্রযোজনা প্রতিষ্ঠান থেকে বলা হয়েছে ছবিটির পুরো শ্যুটিং ডিসেম্বরের মধ্যে শেষ করে জানুয়ারী ২০২৬এর মধ্যে পোস্ট-প্রোডাকশনের কাজ শুরু করার পরিকল্পনা রয়েছে।
প্রথম কিস্তির সরাসরি পরের অংশ এটি। মুথুভেল পান্ডিয়ান এবার আরও বড় এবং ভয়ঙ্কর এক বিগ্রহ পাচারকারী আন্ডারওয়ার্ল্ড সিন্ডিকেট এর মোকাবিলা করবেন। পাশাপাশি ছেলের মৃত্যুর পর তাঁর পারিবারিক জীবনের জটিলদিক গুলিও ছবিতে গভীরভাবে দেখানো হবে।
‘জেইলার ২’ এর সবচেয়ে বড়চমক হিসেবে উঠে এসেছে বলিউডের কিংবদন্তি এক তারকার নাম।প্রবীণ অভিনেতা মিঠুন চক্রবর্তী এই ছবির প্রধান খলনায়কের ভূমিকায় থাকছেন। তাকে রজনীকান্তের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে।এছাড়াও একটি খুবই গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন আরেক জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা বালান।
নির্মাতারা ইতিমধ্যে প্রতিশ্রুতি দিয়েছেন ‘জেইলার ২’ অ্যাকশন এবং তারকা সমাবেশের নিরিখে প্রথম ছবিকেও ছাপিয়ে যাবে। রজনীকান্তের ‘কুলি’ ছবির পর এই প্রত্যাশিত সিক্যুয়েলটি বক্স অফিসে নতুন রেকর্ড গড়তে প্রস্তুত।
মন্তব্য করুন