মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

এই অভিশপ্ত দেশে রেললাইন-ই আকাশ থেকে ‘পড়ে’ মানুষকে পিষে দেয়

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৫, ১০:৩৩ পিএম

রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে পড়ে এক পথচারীর নিহত হওয়ার ঘটনাটি ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে সামাজিক মাধ্যমে। ঢালিউড অভিনেতা সিয়াম এ বিষয়ে ক্ষোভ জানিয়ে আজ (২৬ অক্টোবর) ফেসবুকে একটি পোস্ট করেন। সাথে নিহত আবুল কালামের স্ত্রী ও কান্নারত বাচ্চার ছবি যুক্ত করে দেন।

তিনি লেখেন, ‘ঢাকা মেট্রোরেলের এই মর্মান্তিক দুর্ঘটনা আমাকে স্তব্ধ করে দিয়েছে। আসলে, ঘৃণায় ভরে উঠেছি।’

সিয়াম মেট্রোরেলের অবকাঠামোগত ত্রুটি তুলে ধরে বলেন, ‘জীবনকে সহজ ও উন্নত করার জন্য আমরা অবকাঠামো গড়ার কর দিই, আমাদের প্রাণ কেড়ে নেয়ার জন্য নয়। অথচ আজ আমার সেই পরিশ্রমের টাকাই যেন সাহায্য করেছে মৃত্যুকূপ তৈরিতে, যা একটি পরিবারের আপনজনদের কেড়ে নিয়েছে।’

তিনি হতাশা ঝেড়ে বলেন, ‘নির্মম পরিহাসের বিষয়, অন্যান্য দেশে মানুষ দুর্ঘটনাক্রমে রেললাইনে পড়ে যায়। কিন্তু এই অভিশপ্ত দেশে রেললাইন-ই আকাশ থেকে ‘পড়ে’ মানুষকে পিষে দেয়!’

তিনি অভিযোগ জানিয়ে সবশেষে বলেন, ‘এটি সৃষ্টিকর্তার নয়, বরং সম্পূর্ণই সংশ্লিষ্টদের অবহেলার করুণ ও নির্মম পরিণতি। প্রত্যেক দায়ী পক্ষই এখন বলবে— "আমরা ভুলভাবে তৈরি করিনি”, "আমরা চেক করতে ভুলিনি", "আমরা দায়িত্ব এড়িয়ে যাইনি।"’

তিনি জবাবদিহিতার দাবি জানিয়ে বলেন, ‘আমাদের এখন সহানুভূতি নয়, দরকার এই ভয়াবহ ব্যর্থতার জন্য প্রকৃত জবাবদিহিতা।’

তার এই বক্তব্যের পর নেটিজেনরা কমেন্টবক্সে তার সাথে সমব্যথী হন ও পোস্টটি ব্যাপক শেয়ার হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পদাতিক নাট্য সংসদ এর নতুন নাটক আলিবাবা এবং চল্লিশ চোর
পদাতিক নাট্য সংসদ এর নতুন নাটক আলিবাবা এবং চল্লিশ চোর
বিস্ফোরক যে মন্তব্য করে আলোচনায় পরেশ রাওয়াল
বিস্ফোরক যে মন্তব্য করে আলোচনায় পরেশ রাওয়াল
‘বোম্বে ভেলভেট’এ রণবীর সিং এর পরিবর্তে রণবীর কাপুর
‘বোম্বে ভেলভেট’এ রণবীর সিং এর পরিবর্তে রণবীর কাপুর
ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ, যে সিনেমা মুক্তি স্থগিত চেয়ে রিট
ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ, যে সিনেমা মুক্তি স্থগিত চেয়ে রিট