
হলিউড বক্স অফিসে ফের অ্যানিমের জয় জয়কার। নতুন মুক্তি পাওয়া দুটি হলিউডি ছবি— ব্রুস স্প্রিংস্টিনের বায়োপিক ‘ডেলিভার মি ফ্রম নোয়্যার’ এবং কলিন হুভারের উপন্যাস অবলম্বনে তৈরি ‘রিগ্রেটিং ইউ’ কে পেছনে ফেলে তালিকার শীর্ষে উঠে এসেছে অ্যানিমে ছবি ‘‘চে্ইনস ম্যান’ দ্য মুভি: রেজে আর্ক’।
আর-রেটেড এই অ্যানিমে ছবিটি ৩,০০৩টি প্রেক্ষাগৃহ থেকে গত ২৪-২৫ অক্টোবর ও প্রিভিউ স্ক্রিনিং মিলিয়ে ৮৫ লাখ ডলার (৮.৫ মিলিয়ন) আয় করেছে।
ম্যানগা অ্যাডাপ্টেশনের প্রথম সিজনের এই বড় পর্দার সিক্যুয়েলটি উদ্বোধনী উইকএন্ডে ১ কোটি ৫৫ লাখ ডলার (১৫.৫ মিলিয়ন) আয়ের দিকে এগোচ্ছে বলে ধারণা করা হচ্ছে। সাবটাইটেল এবং ডাব করা উভয় সংস্করণেই ছবিটি চলছে এবং আইম্যাক্স ও অন্যান্য প্রিমিয়াম লার্জ ফরম্যাট অডিটোরিয়ামে প্রদর্শিত হওয়ায় টিকিট মূল্য বৃদ্ধি পাওয়ায় আয়ে আরও গতি এসেছে।
সোনির অ্যানিমে পরিবেশক ক্রাঞ্চিরোল এর জন্য এটি আরেকটি বড় জয়। এর আগে সেপ্টেম্বরে তাদেরই পরিবেশিত ‘ডিমোন স্লেয়ার: কিমেৎসুনোইয়াইবা- দ্য মুভি: ইনফিনিটি ক্যাসেল’ ছবিটি ৭০৬ লাখ ডলার আয় করে স্টুডিওর সর্বোচ্চ ওপেনিং এর রেকর্ড গড়েছিল। ‘‘চে্ইনস ম্যান’’ সেই বিশাল অঙ্কের কাছাকাছি না গেলেও হলিউডের ঐতিহ্যবাহী স্টুডিও গুলির দুটি ইংরেজি ভাষার ছবিকে টপকে একটি নতুন অ্যানিমে ছবির শীর্ষে উঠে আসা ইঙ্গিত দেয় যে গত কয়েক বছরে সিনেমা দর্শকদের রুচি কী ভাবে পরিবর্তিত হয়েছে।
দর্শকদের পছন্দের দিক থেকেও ‘‘চে্ইনস ম্যান’’ বেশ এগিয়ে। দর্শক জরিপ সংস্থা সিনেমাস্কোর এটিকে ‘এ’ গ্রেড দিয়েছে।
মন্তব্য করুন