
চিত্রনায়ক জায়েদ খানের বিয়ে নিয়ে আগ্রহ অনেকেরই। অসংখ্য নারী ভক্ত নাকি তাকে বিয়ের প্রস্তাবও দেন। সেই জায়েদ খান বিয়ে করেছেন বলে খবর বেরিয়েছে। ‘মোস্ট এলিজিবল ব্যাচেলর’ এ তারকার বিয়ের খবর সত্যি হলে মন ভাঙবে অনেক নারীর।
জায়েদ খানের বিয়ের ব্যাপারটি জানিয়েছেন জনপ্রিয় এক উপস্থাপক ও অভিনেতা। আর তাতেই বেশ শোরগোল। ফেসবুকে অনেকটাই ছড়িয়ে পড়ছে বিয়ের খবর। কারও মতে, প্রবাসী এক নারীকে বিয়ে করেছেন। আবার কারও মতে, এক চিত্রনায়িকাই হয়েছেন তার ঘরণী।
জায়েদের বিয়ে নিয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন উপস্থাপক ও অভিনেতা শাহরিয়ার নাজিম জয়। তিনি তার সঙ্গে জায়েদের দুটি ছবি আপলোড করে লেখেন, ‘অসাধারণ পরিবর্তন। মুগ্ধ আমি। উনার (জায়েদ) কিন্তু বিয়ে হয়ে গেছে।’ এরপরই পোস্টের মন্তব্যের ঘরে শুভকামনা জানাচ্ছেন অনেকেই। আবার অনেকেই বিষয়টিকে ‘মজা’ হিসেবে নিয়েছেন।
তবে সব গুঞ্জনের আগুনে সোজা পানি ঢাললেন জায়েদ খান। মুঠোফোনে জানালেন, এটা ছিল বিয়ে বিষয়ক একটি আয়োজন, মানে ব্রাইডাল শো। আর তাতেই তিনি বধূসাজে থাকা চিত্রনায়িকা মাহিয়া মাহির সাথে মিশিগানে একটি অনুষ্ঠানে হেঁটেছেন। এটা তার আসল বিয়ে নয়। চিত্রনায়িকা মাহিও বেশ কিছু দিন ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন।
মন্তব্য করুন