
বাংলাদেশের সংগীতাঙ্গনের দুই জনপ্রিয় শিল্পী আসিফ আকবর ও বেজবাবা সুমন (অর্থহীন ব্যান্ডের ফ্রন্টম্যান) সম্প্রতি যুক্তরাষ্ট্রের বোস্টনে এক কনসার্টে একসঙ্গে পারফর্ম করে দর্শকদের মাতিয়ে তুলেছেন। গত ২৫ অক্টোবর অনুষ্ঠিত এই আয়োজন ছিল সংগীতপ্রেমীদের জন্য এক স্মরণীয় সন্ধ্যা।
কনসার্ট শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে অভিজ্ঞতা শেয়ার করেন আসিফ আকবর। বেজবাবা সুমনের সঙ্গে গ্রীনরুমে তোলা একটি ছবি প্রকাশ করে লেখেন, “২৫ অক্টোবর বোস্টনে শো ছিল। জীবনের সৌভাগ্য যে, বহু লেজেন্ডারি শিল্পীর সঙ্গে একই মঞ্চে গান গাওয়ার সুযোগ পেয়েছি। আমি নিজেকে সবসময় সংগীতের ছাত্রই মনে করি, কিন্তু নিয়তি আমাকে এই শিল্পে সফলতা দিয়েছে, তাই দায়বদ্ধতাও বেশি।”
আসিফ জানান, এটি ছিল বেজবাবা সুমনের সঙ্গে তার দ্বিতীয়বারের মতো এক মঞ্চে পারফর্ম করা। সুমনের প্রশংসা করে তিনি আরও লেখেন, “সুমন ভাই সবসময় আমার গান শুনে অনুপ্রেরণা দেন। ব্যাকস্টেজেও আজ দাঁড়িয়ে গান শুনেছেন। তার আন্তরিকতা সত্যিই মুগ্ধ করার মতো।”
বেজবাবা সুমনের শারীরিক প্রতিকূলতা জয় করে সংগীতে অব্যাহত পথচলায় গভীর শ্রদ্ধা জানান আসিফ। তিনি লেখেন, “সুমন ভাইয়ের জীবনে কত ঝড় বয়ে গেছে, তবুও তিনি সংগীতের প্রতি অবিচল। এমন মানুষদের কারণেই এখনো সংগীত জগৎকে ভালোবাসা যায়।”
শেষে আসিফ তার এই সহযাত্রীর প্রতি শুভকামনা জানিয়ে লেখেন, “বাংলাদেশের এই জীবন্ত কিংবদন্তির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।”
উল্লেখ্য, এবারের সফরে অর্থহীন ব্যান্ড প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে কনসার্ট করেছে, আর আসিফ আকবর প্রায় ১৭ বছর পর মার্কিন মঞ্চে গান গাইলেন—দুজনের জন্যই এই সফর হয়ে রইল বিশেষ ও আবেগঘন স্মৃতি।
মন্তব্য করুন