মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

সাহসী দৃশ্যে অভিনয় প্রসঙ্গে যা বললেন ফারিণ

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৫, ১১:২৬ এএম

দেশের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ সম্প্রতি আবারও আলোচনায়। কোরবানি ঈদে মুক্তিপ্রাপ্ত ‘ইনসাফ’ সিনেমায় দর্শকদের মুগ্ধ করার পর এবার কলকাতার নতুন একটি সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন তিনি। অনিরুদ্ধ রায় চৌধুরী পরিচালিত সে ছবির কাজ নিয়ে ভারত সফরে রয়েছেন এই তারকা। সেখানে দেশটির গণমাধ্যমের মুখোমুখি হয়ে দিয়েছেন সাক্ষাৎকার।

সেই সাক্ষাৎকারে সাহসী দৃশ্যে অভিনয় করা নিয়ে তাকে প্রশ্ন করা হয়। জানতে চাওয়া হয় তাসনিয়া ফারিণ কি কি সাহসী দৃশ্যে অভিনয় করবেন? প্রশ্নটি শুনে খানিকটা হেসে বেশ খোলামেলা জবাব দেন অভিনেত্রী। পাল্টা প্রশ্ন ছুঁড়ে দিয়ে তিনি বলেন, ‘কোন দৃশ্য সাহসী? তার মাপকাঠি কী, আমি জানি না। তাই উত্তরও অজানা।’

দুই বাংলার কাজের ধরন সম্পর্কে অভিনেত্রী বলেন, ‘কাজের ধরন হয়তো একটু আলাদা। আমাদের (বাংলাদেশ) স্বাধীন কাজ তুলনায় হয়তো বেশি হয়। এখানকার (ভারত) কাজ অনেক বেশি সুসংগঠিত, পেশাদার। এর বাইরে পার্থক্য সে রকম কিছু নেই। একই ভাষা, দুই দেশের পরিবেশ এক, আমরা দেখতেও এক— পার্থক্য কই?’

ভারতীয় ধারাবাহিকে নাটকে অভিনয় করতে চান কী না জানতে চাইলে ফারিণ বলেন, ‘মনে হয় পারব না। কারণ, ধারাবাহিকগুলো অনেক সময় ধরে চলে। তার জন্য সব ছেড়ে আপনাদের কাছে থাকতে হবে। অতটা সময় সত্যিই দিতে পারব না। আমায় তো নিজের দেশেও কাজ করতে হবে। তবে আমি কিন্তু আপনাদের ছোটপর্দার নায়ক ঋষি কৌশিকের সঙ্গে অভিনয় করেছি। আমাদের দেশে এসে কাজ করে গিয়েছেন।’

তাসনিয়া ফারিণ কলকাতার নির্মাতা অতনু ঘোষ পরিচালিত ‘আরও এক পৃথিবী’ সিনেমায় অভিনয় করে প্রশংসিত হয়েছিলেন। এবার দ্বিতীয় ছবিতে দেখার অপেক্ষায় অভিনেত্রীর অনুরাগীরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পদাতিক নাট্য সংসদ এর নতুন নাটক আলিবাবা এবং চল্লিশ চোর
পদাতিক নাট্য সংসদ এর নতুন নাটক আলিবাবা এবং চল্লিশ চোর
বিস্ফোরক যে মন্তব্য করে আলোচনায় পরেশ রাওয়াল
বিস্ফোরক যে মন্তব্য করে আলোচনায় পরেশ রাওয়াল
‘বোম্বে ভেলভেট’এ রণবীর সিং এর পরিবর্তে রণবীর কাপুর
‘বোম্বে ভেলভেট’এ রণবীর সিং এর পরিবর্তে রণবীর কাপুর
ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ, যে সিনেমা মুক্তি স্থগিত চেয়ে রিট
ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ, যে সিনেমা মুক্তি স্থগিত চেয়ে রিট