বুধবার, ০৫ নভেম্বর ২০২৫

এখনও কেন ফয়সালের ‘আহসান’ পদবি ব্যবহার করেন জয়া?

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৫, ১০:০৫ এএম
আপডেট : ৩০ অক্টোবর ২০২৫, ১২:২৬ পিএম

দুই বাংলার সমান জনপ্রিয় অভিনেত্রী জয়া, বর্তমানে জয়া আহসান। বিয়ের আগে ছিলেন জয়া মাসুদ। ১৯৯৮ সালে ঢাকার জমিদার পরিবারের ফয়সাল আহসানের সঙ্গে গাঁটছড়া বাঁধেন জয়া। একটা দীর্ঘ সময় কাটানোর পর বিয়ে ভাঙে জয়া ও ফয়সালের। সম্পর্ক ভাঙলেও নিজের নামের পাশ থেকে স্বামীর পদবি সরাননি জয়া। এর নেপথ্যের কারণ জানালেন তিনি।

অভিনেত্রীর প্রাক্তন স্বামী ফয়সাল বাংলাদেশে খ্যাতনামা মডেল ও অভিনেতা। তাঁর মহিলা অনুরাগীর সংখ্যাও ছিল চোখে পড়ার মতো। ১৩ বছর সংসার করার পরে ২০১১ সালে দাম্পত্যে চিড় ধরে। তার পরে বিচ্ছেদের পথে এগিয়ে যান তাঁরা। কিন্তু তার পর পরস্পরকে নিয়ে কখনও নেতিবাচক মন্তব্য করেননি প্রাক্তন এই দম্পতি।

ফয়সাল রুপোলি পর্দার সঙ্গে দূরত্ব বাড়িয়েছেন বহুআগে। ফয়সাল অন্তরালে চলে গেলেও জয়া চুটিয়ে অভিনয় করে যাচ্ছেন। তিনি জানিয়েছেন, বর্তমানে অভিনয়টাই তাঁর কাছে সব কিছু। ঠিক কী কারণে বিচ্ছেদ হয়েছিল তা নিয়ে কেউই মুখ খোলেননি তাঁরা। তবে বিচ্ছেদের এত বছর পরেও প্রাক্তন স্বামীর পদবি জুড়ে রেখেছেন নিজের নামের সঙ্গে। সম্প্রতি এই প্রসঙ্গে জয়া বলেন, ‘‘যাঁর নাম গ্রহণ করেছি সে কি আপত্তি জানিয়েছে? আর জয়া আহসান নামটা বর্তমানে একটা ব্র্যান্ড। তাই দর্শককে বিভ্রান্ত করার কোনও মানে হয় না। আমার জীবনের বিষয়গুলো এত ঠুনকো নয়। আহসান থেকে মাসুদে ফিরলেই সব ঠিক হয়ে যাবে, এমনটা নয়।’’ বর্তমানে নিজেকে ‘সিঙ্গল’ বলে দাবি করেন জয়া আহসান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নির্মাণ হলো বিশেষ নাটক 'স্বামীর আদর'
নির্মাণ হলো বিশেষ নাটক 'স্বামীর আদর'
বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় পুরুষ কে এই জনাথন বেইলি
বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় পুরুষ কে এই জনাথন বেইলি
বিএনপির দুঃসময়ের সাথী, স্বৈরাচারের জম রুমিন ফারহানা আপা: হিরো আলম
বিএনপির দুঃসময়ের সাথী, স্বৈরাচারের জম রুমিন ফারহানা আপা: হিরো আলম
যে ধরণের পুরুষ পছন্দ মালাইকার
যে ধরণের পুরুষ পছন্দ মালাইকার