মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

বিয়ের আগেই রাশমিকা বললেন, 'ভালো মা হতে চাই'

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৫, ১০:৩১ এএম

চলতি মাসের শুরুর দিকে অর্থাৎ ৩ অক্টোবর হায়দরাবাদের বাড়িতে চুপিসারে একদম ঘরোয়া অনুষ্ঠানে দীর্ঘদিনের প্রেমিক বিজয় দেবেরাকোণ্ডার সঙ্গে বাগদান সেরেছেন রাশমিকা মান্দানা। শিগগিরই চারহাত এক হতে যাচ্ছে তাদের। তার আগেই সন্তান নিয়ে পরিকল্পনার কথা জানালেন অভিনেত্রী! শোনা যাচ্ছে, ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে বিয়ে করবেন বিজয়-রাশমিকা। সম্প্রতি অভিনেত্রী জানিয়েছেন, তিনি মা হতে চান।

সম্প্রতি নিজের নতুন সিনেমা ‘দ্য গার্লফ্রেন্ড’-এর প্রচারে গিয়ে রাশমিকা মান্দানা তার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, "আমি এখনো মা হইনি। কিন্তু আমি জানি, একদিন হবো। আমি এটা অনুভব করি। আমি এই ছোট্ট মানুষদের জন্য এক ধরনের ভালোবাসা অনুভব করি, যারা এখনো পৃথিবীতে আসেনি। তাদের আমি রক্ষা করতে চাই।"

দীর্ঘ শুটিং শিডিউল এবং অতিরিক্ত কাজ নিয়েও কথা বলেছেন এই অভিনেত্রী। তিনি স্বীকার করেন যে প্রায়ই তিনি বিশ্রামের সময় পান না। এই প্রসঙ্গে তিনি তার সহকর্মীদের সতর্ক করে বলেন, "অতিরিক্ত কাজ করবেন না। এটা টেকসই নয়। নিজের জন্য সময় নিতে হবে, পরিবারকে সময় দিতে হবে।" বিজয় দেবেরাকোন্ডা এবং রাশমিকা মান্দানা দীর্ঘ সাত বছর ধরে সম্পর্কে আছেন। তাদের একসঙ্গে করা সিনেমা ‘গীতা গোবিন্দম’ এবং ‘ডিয়ার কমরেড’-এ কাজ করার সময় থেকেই দুজনের বন্ধুত্ব ঘনিষ্ঠ সম্পর্কে মোড় নেয় বলে জানা যায়। যদিও এত বছর ধরে তারা কেউই তাদের সম্পর্ক নিয়ে জনসমক্ষে মুখ খোলেননি। অবশেষে গত ৩ অক্টোবর হায়দরাবাদের বাড়িতে তাদের আংটিবদল সম্পন্ন হয়। মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করা রাশমিকা ২০১২ সালে ‘ক্লিন অ্যান্ড ক্লিয়ার ফ্রেশ অব ইন্ডিয়া’ খেতাব জেতেন। এরপর ২০১৬ সালে ‘কিরিক পার্টি’ সিনেমার মাধ্যমে তার রুপালি পর্দায় অভিষেক ঘটে। এই সিনেমাই তাকে এনে দেয় দক্ষিণী ইন্টারন্যাশনাল মুভি অ্যাওয়ার্ড। এরপর তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। ‘গীতা গোবিন্দম’, ‘ডিয়ার কমরেড’, ‘সারিলেরু নীকেবারু’, ‘পুষ্পা’-এর মতো প্রতিটি ছবিতেই তিনি দর্শকদের মন জয় করেছেন।

সম্প্রতি দীপাবলি উপলক্ষে মুক্তিপ্রাপ্ত তার সিনেমা ‘থাম্মা’, যেখানে তিনি আয়ুষ্মান খুরানার বিপরীতে অভিনয় করেছেন, সেটিও বক্স অফিসে ভালো সাড়া পেয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পদাতিক নাট্য সংসদ এর নতুন নাটক আলিবাবা এবং চল্লিশ চোর
পদাতিক নাট্য সংসদ এর নতুন নাটক আলিবাবা এবং চল্লিশ চোর
বিস্ফোরক যে মন্তব্য করে আলোচনায় পরেশ রাওয়াল
বিস্ফোরক যে মন্তব্য করে আলোচনায় পরেশ রাওয়াল
‘বোম্বে ভেলভেট’এ রণবীর সিং এর পরিবর্তে রণবীর কাপুর
‘বোম্বে ভেলভেট’এ রণবীর সিং এর পরিবর্তে রণবীর কাপুর
ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ, যে সিনেমা মুক্তি স্থগিত চেয়ে রিট
ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ, যে সিনেমা মুক্তি স্থগিত চেয়ে রিট