
শুক্রবার মুক্তি পেতে চলেছে এস. এস. রাজা মৌলির মহাকাব্যিক সিনেমা ‘বাহুবলী: দ্য এপিক’। ‘বাহুবলী: দ্য বিগিনিং’ (২০১৫) এর দশম বার্ষিকী উপলক্ষে এটি দুটি সিনেমাকে একত্রিত করে একটি একক অংশে প্রকাশ করা হচ্ছে।
ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী ‘বাহুবলী: দ্য এপিক’এর মোট সময়কাল ৩ ঘণ্টা ৪৫ মিনিট ৪৪ সেকেন্ড।ছবিটির প্রথমভাগে থাকছে ১ ঘণ্টা ৪২ মিনিট ৩৩ সেকেন্ড এবং দ্বিতীয় ভাগে থাকছে ২ ঘণ্টা ৩ মিনিট ১১ সেকেন্ড।
মূলত ‘বাহুবলী: দ্য বিগিনিং’ (১৫৯ মিনিট) এবং ‘বাহুবলী ২: দ্য কনক্লুশন’ (১৬৭ মিনিট) একত্রে মোট ৫ ঘণ্টা ২৬ মিনিট (৩২৬ মিনিট) দীর্ঘ ছিল। এর বিপরীতে, নতুন‘বাহুবলী: দ্য এপিক’ মাত্র ২২৫ মিনিট দীর্ঘ। এর মানে হলো, নির্মাতারা মোট ১০১ মিনিট কমিয়ে এনে দুটি বিশাল অধ্যায়কে একটি সুসংহত আখ্যানে সংক্ষেপিত করেছেন।
চলচ্চিত্রটি এত দীর্ঘ হওয়া সত্ত্বেও অন্যান্য সাম্প্রতিক দীর্ঘ চলচ্চিত্রের মতো এতে মাত্র একটিই বিরতি থাকবে। এর আগে রাজকাপুরের ‘সঙ্গম’ (১৯৬৪; ২৩৮ মিনিট) এবং ‘মেরা নাম জোকার’ (১৯৭০; ২৫৫ মিনিট) এর মতো পুরোনো দীর্ঘ ছবিতে দুটি করে বিরতি থাকতো।
মন্তব্য করুন