মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

পালকিতে চড়ে এলেন পূজা !

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৫, ১২:১০ পিএম

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নির্মিতব্য সিনেমা ‘দম’-এর মহরত অনুষ্ঠিত হয়েছে বুধবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর গুলশান শুটিং ক্লাবে জমকালো আয়োজনে। প্রায় দুই বছর আগে নতুন সিনেমার ঘোষণা দিয়েছিলেন নির্মাতা রেদওয়ান রনি। সিনেমাটিতে আগেই চঞ্চল চৌধুরী ও আফরান নিশোর অভিনয়ের খবর প্রকাশ পায়। তবে নায়িকার নাম ছিল চমক হিসেবে রাখা। অবশেষে সেই রহস্য উন্মোচন করে জানানো হয়—নায়িকা হিসেবে থাকছেন জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরী।

এ ছবির মাধ্যমে প্রথমবার বড় পর্দায় নিশোর বিপরীতে দেখা যাবে তাকে। মহরত অনুষ্ঠানে পূজা চেরিকে পরিচয় করিয়ে দেওয়া হয় নাটকীয়ভাবে। অনুষ্ঠানে দুই অভিনেতা চঞ্চল চৌধুরী ও আফরান নিশো কথা বলা শেষ করলে, পালকিতে চড়ে প্রবেশ করেন নায়িকা। পর্দা দিয়ে ঘেরা সেই পালকি থেকে পূজাকে নামিয়ে আনেন নিশো।

মহরতে একেবারে সাদামাটা সাজে—অর্থাৎ মেকআপ ছাড়াই উপস্থিত হন পূজা চেরী। দম সিনেমা নিয়ে কথা বলার সময় রীতিমতো নার্ভাস লাগছিল পূজাকে। নায়িকা জানালেন, অনেক কথা সাজিয়ে এসেছিলেন বলার জন্য, কিন্তু অনুষ্ঠানের মঞ্চে উঠে সব গুলিয়ে ফেলেছেন। এ সময় পূজা জানান, দম সিনেমায় অডিশন দিয়েই চূড়ান্ত হয়েছেন তিনি।

মঞ্চে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপে পূজা বলেন, মেকআপ করা ছেড়ে দিচ্ছি। কারণ, এই সিনেমায় আমাকে একদম ন্যাচারাল লুকে দেখা যাবে। তিনি আরও যোগ করেন, ‘এই সিনেমা মুক্তির পর হয়তো নিজেকে একজন পাক্কা অভিনেত্রী মনে করতে পারব।’

সত্য ঘটনার অনুপ্রেরণায় সারভাইভাল গল্প নিয়ে তৈরি হয়েছে দমের কাহিনি। দম সিনেমার শুটিং লোকেশন হিসেবে সৌদি আরব, জর্ডানের নাম শোনা গেলেও কাজাখস্তানেই দৃশ্যায়নের পরিকল্পনা সাজিয়েছেন নির্মাতারা। শিগগিরই শুরু হবে শুটিং। সিনেমাটি প্রযোজনা করছে এসভিএফ-আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড ও চরকি। আগামী বছর রোজার ঈদে মুক্তি পাবে দম।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পদাতিক নাট্য সংসদ এর নতুন নাটক আলিবাবা এবং চল্লিশ চোর
পদাতিক নাট্য সংসদ এর নতুন নাটক আলিবাবা এবং চল্লিশ চোর
বিস্ফোরক যে মন্তব্য করে আলোচনায় পরেশ রাওয়াল
বিস্ফোরক যে মন্তব্য করে আলোচনায় পরেশ রাওয়াল
‘বোম্বে ভেলভেট’এ রণবীর সিং এর পরিবর্তে রণবীর কাপুর
‘বোম্বে ভেলভেট’এ রণবীর সিং এর পরিবর্তে রণবীর কাপুর
ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ, যে সিনেমা মুক্তি স্থগিত চেয়ে রিট
ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ, যে সিনেমা মুক্তি স্থগিত চেয়ে রিট