বুধবার, ০৫ নভেম্বর ২০২৫

পর্দার শেষ লড়াইয়ে থালাপতি বিজয়

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৫, ১০:৪৮ এএম
থালাপতি বিজয়
থালাপতি বিজয়

জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয় অভিনীত এবং তার রাজনীতিতে পূর্ণাঙ্গ প্রবেশের আগে শেষ সিনেমা হিসেবে আলোচিত ‘জন নায়কন’ নিয়ে উত্তেজনার পারদ তুঙ্গে। ছবিটি ২০২৬ সালের পোঙ্গাল উপলক্ষে ৯ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা। এর মাঝেই গুঞ্জন উঠেছে নির্মাতারা খুব শীঘ্রই ছবির প্রচার শুরু করতে চলেছেন।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স এর একটি রিপোর্ট অনুযায়ী ছবির নির্মাতারা ২০২৫ সালের নভেম্বর মাসের প্রথম দিকেই প্রথম গানটি প্রকাশ করতে পারেন। তবে, এখনো পর্যন্ত ‘জন নায়কন’ এর প্রযোজনা সংস্থার পক্ষ থেকে প্রথম গান প্রকাশের বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসে নি।

এই রাজনৈতিক অ্যাকশন ড্রামাটি থালাপতি বিজয় এর অভিনেতা হিসেবে শেষ কাজ হতে চলেছে যার পর তিনি পূর্ণকালীন রাজনীতিতে মনোনিবেশ করবেন। ছবিতে বিজয় ছাড়াও মুখ্য ভূমিকায় দেখা যাবে পূজা হেগড়ে এবং ববি দেওলকে। এছাড়াও গৌতম বাসুদেব মেনন, প্রকাশ রাজ, নারাইন, প্রিয়ামণি, এবং মামীতা বাইজু গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন।

ছবিটি পরিচালনা করেছেন এইচ. বিনোথ। সঙ্গীত ও আবহ সঙ্গীতে আছেন অনিরুধ রবিচন্দর যিনি এর আগে ‘লিও’ সহ বিজয়ের চারটি ছবিতে কাজ করেছেন। গুজব রয়েছে ছবির ক্লাইম্যাক্স হবে ‘মানুষ বনাম এআই’ থিমের ওপর একটি বিশাল অ্যাকশন সিকোয়েন্স যেখানে বিজয় এর চরিত্রকে একাধিক হিউম্যানয়েডের মুখোমুখি হতে দেখা যাবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নির্মাণ হলো বিশেষ নাটক 'স্বামীর আদর'
নির্মাণ হলো বিশেষ নাটক 'স্বামীর আদর'
বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় পুরুষ কে এই জনাথন বেইলি
বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় পুরুষ কে এই জনাথন বেইলি
বিএনপির দুঃসময়ের সাথী, স্বৈরাচারের জম রুমিন ফারহানা আপা: হিরো আলম
বিএনপির দুঃসময়ের সাথী, স্বৈরাচারের জম রুমিন ফারহানা আপা: হিরো আলম
যে ধরণের পুরুষ পছন্দ মালাইকার
যে ধরণের পুরুষ পছন্দ মালাইকার