
দেশের জনপ্রিয় নির্মাতা শিহাব শাহীন। চলচ্চিত্র ও নাট্য জগতে দীর্ঘদিন ধরে ড্রামা, থ্রিলার ও রোমান্টিক গল্পের মাধ্যমে দর্শকের হৃদয়ে স্থান করে নিয়েছেন। প্রেক্ষাগৃহের সিনেমার পর এবার ওটিটি প্লাটফর্ম চরকিতে মুক্তি পাচ্ছে তার নতুন ফিল্ম তোমার জন্য মন। ফিল্মটি ৫ নভেম্বর রাত ১২টায় চরকিতে প্রকাশ হবে।
সিনেমাটির মোশন পোস্টার ও ট্রেলার এরই মধ্যে চরকির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ হয়েছে। চরকি অরিজিনাল এ ফিল্মে অভিনয় করেছেন আলোচিত জুটি ইয়াশ ও তটিনী। নির্মাতা জানান, এ গল্পের জন্য প্রয়োজন ছিল এমন একটি জুটি, যারা কাজের ক্ষেত্রে এবং ব্যক্তিগত জীবনে একে অন্যের সঙ্গে বোঝাপড়া রাখতে পারে। সেই মানদণ্ডে ইয়াশ রোহান ও তটিনীই নির্বাচিত হয়েছেন।
তোমার জন্য মনে মফস্বলে বেড়ে ওঠা দুই তরুণের প্রেমের গল্প ফুটে উঠেছে। গল্পের মূল ভাবনা তুলে ধরে নির্মাতা বলেন, ‘আমাদের কিছু প্রবাদ আছে, যেমন ‘বৃক্ষ তোমার নাম কী, ফলে পরিচয়’, ‘জন্ম হোক যথা তথা কর্ম হোক ভালো’। মানুষের নাম যত বড় হোক না কেন, তার প্রকৃত পরিচয় ও মূল্য তার কাজেই।’
ফিল্মটিতে তটিনী পিউ চরিত্রে অভিনয় করেছেন। তিনি বলেন, ‘গল্প শুনে প্রথমে যা ভাবছিলাম, সে রকম হয়নি। কিছু অপ্রত্যাশিত ঘটনার মাধ্যমে গল্পটি আমাকে সবচেয়ে বেশি আকৃষ্ট করল। শিহাব ভাইয়ের সঙ্গে এটি আমার দ্বিতীয় কাজ হওয়ায় তার পরিচালনায় কাজ করা এক রকম শিক্ষাও।’ পিউ চরিত্রকে তিনি বর্ণনা করেছেন ‘একটি সিদ্ধান্তহীন, আবেগপ্রবণ মেয়ে, যার একটি ঘটনা তাকে আত্মোপলব্ধি করায় এবং জীবনের কিছু বিষয় ঠিক করে দেয়।’
ইয়াশ রোহান রওনক চরিত্রে অভিনয় করেছেন। তিনি বলেন, ‘রওনক এমন একজন চরিত্র, যে নিজের পরিচয় ও কর্মে এগোতে চায়। স্ক্রিপ্ট পেয়ে বুঝলাম, এটি করার মতো কাজ। আগে থাকা অন্যান্য কাজের তারিখ সমন্বয় করে শিহাব ভাইয়ের কাজটি করেছি।’
শিহাব শাহীন জানান, ‘শুটিং হয়েছে যশোরে। নতুন লোকেশন ও নতুন ইমেজ তৈরি করার চেষ্টা করেছি। তবে চরিত্রগুলো যশোরের ভাষায় কথা বলবে এমন নয়। কিছু দৃশ্য কক্সবাজারেও নেয়া হয়েছে।’
চরকির সিইও রেদওয়ান রনি বলেন, ‘দর্শকের জন্য নতুন কিছু করার চেষ্টা সবসময় থাকে। শিহাব শাহীন এই পরীক্ষিত নাম। সঙ্গে রয়েছে ইয়াশ-তটিনীর জনপ্রিয় জুটি। সব মিলিয়ে দর্শক আবারো একটি দারুণ কনটেন্ট উপভোগ করবেন।
তোমার জন্য মনে আরো অভিনয় করেছেন সমু চৌধুরী, সাবিহা জামান, অতিথি চরিত্রে সালাহউদ্দিন লাভলুসহ অনেকে। গল্প, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন শিহাব শাহীন। গান পরিচালনা করেছেন ইমন চৌধুরী এবং আবহ সংগীত করেছেন খৈয়াম সানু সন্ধি।
মন্তব্য করুন