শনিবার, ০৮ নভেম্বর ২০২৫

আদর-বুবলী জুটির নতুন সিনেমা ‘ঢাকাইয়া দেবদাস’

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৫, ১০:১৩ এএম

পুরান ঢাকার মানুষ, সমাজ ও সংস্কৃতি নিয়ে নির্মাণ হচ্ছে সিনেমা। ‘ঢাকাইয়া দেবদাস’ নামে ছবিটি নির্মাণ করছেন পরিচালক জাহিদ হোসেন। এতে প্রধান দুই চরিত্রে অভিনয় করবেন আদর আজাদ ও শবনম বুবলী। সম্প্রতি আমেরিকা সফর শেষে ঢাকায় ফিরে বুবলী এই সিনেমায় কাজের খবর জানিয়েছেন। ৭ নভেম্বর ঢাকার একটি ক্লাবে মহরতের মাধ্যমে এ ছবিতে আনুষ্ঠানিকভাবে যুক্ত হয়েছেন তিনি। সেইসঙ্গে সেদিন থেকেই শুরু হয়েছে ছবিটির নির্মাণ কাজ।

নির্মাতা সূত্রে জানা গেছে, ছবিতে আদর আজাদকে দেখা যাবে একেবারে ভিন্ন এক রূপে। আধুনিক একজন ব্যর্থ প্রেমিক হিসেবে হাজির হবেন তিনি। অপরদিকে বুবলী থাকছেন গল্পের কেন্দ্রীয় চরিত্রে। তার উপস্থিতিতে সিনেমাটি পাবে এক নতুন মাত্রা, দাবি পরিচালকের।

নির্মাতা জাহিদ হোসেন জানান, ঢাকাইয়া দেবদাস মূলত প্রেমের গল্পের সিনেমা। দুজন মানুষের গল্পের মধ্যেই তুলে ধরা হবে পুরান ঢাকার ঐতিহ্য। পাঠান, সম্রাট, মোঘলসহ নানা সংস্কৃতির মিশ্রণ এখানে। সবাই মিলে সাকরাইন, ঈদ, মহররম, নববর্ষের অনুষ্ঠান পালন করে। আরও অনেক সংস্কৃতি আছে, যেটা এখনকার প্রজন্মের অনেকেই জানে না।

ঢাকাইয়া দেবদাস নাম প্রসঙ্গে নির্মাতা বলেন, দেবদাস নামটি রূপক অর্থে ব্যবহার করা হয়েছে। যারা প্রেমে ব্যর্থ হয়, তারা নিজেদের মনে মনে দেবদাস ভাবে। এই সিনেমার গল্পেও নায়ক প্রেমে ব্যর্থ হয়ে নিজেকে তেমন ভাবতে শুরু করে। তাই সিনেমার নাম রাখা হয়েছে ঢাকাইয়া দেবদাস। আগামী জানুয়ারিতে সাকরাইন উৎসবের সময় শুরু হবে ঢাকাইয়া দেবদাস সিনেমার শুটিং হবে বলে জানা যায়। পর্দায় পুরান ঢাকার ঐতিহ্য সঠিকভাবে তুলে ধরার জন্য উৎসবের সময়ে রিয়েল লোকেশনে শুটিং করতে চান তিনি। আদর-বুবলী ছাড়া এতে আরও অভিনয় করবেন তারিক আনাম খান, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু প্রমুখ। সিনেমাটির প্রযোজনা ও পরিবেশনায় থাকছে এক্সেল ফিল্মস ও রেভল্যুশন মুভিজ ইন্টারন্যাশনাল।

ঢাকাইয়া দেবদাস আদর-বুবলী জুটির চতুর্থ সিনেমা। সৈকত নাসিরের ‘তালাশ’ দিয়ে জুটি হিসেবে বড় পর্দায় পথচলা শুরু আদর আজাদ ও শবনম বুবলীর। সিনেমাটি মুক্তি পায় ২০২২ সালে। ২০২৩ সালে মুক্তি পায় তাঁদের দ্বিতীয় সিনেমা ‘লোকাল’। এটি পরিচালনা করেন সাইফ চন্দন। গত বছর তাঁরা অভিনয় করেন জাহিদ জুয়েলের ‘পিনিক’ সিনেমায়। এ বছর ঈদে সিনেমাটি মুক্তির কথা শোনা গেলেও তা হয়নি। মুক্তির অপেক্ষায় আছে সিনেমাটি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরিফিন শুভর প্লটটা ফিরিয়ে দেওয়া হোক: অনন্য মামুন
আরিফিন শুভর প্লটটা ফিরিয়ে দেওয়া হোক: অনন্য মামুন
‘মমি ৪'-এ ফিরছেন ব্রেন্ডন ফ্রেজার ও রিচেল ওয়েইজ ! 
‘মমি ৪'-এ ফিরছেন ব্রেন্ডন ফ্রেজার ও রিচেল ওয়েইজ ! 
‘অশ্লীল’ ভঙ্গিতে নেচে মালাইকা-হানি সিং সমালোচনার মুখে
‘অশ্লীল’ ভঙ্গিতে নেচে মালাইকা-হানি সিং সমালোচনার মুখে
হাবিব মোস্তফার সুরে ইভা’র কণ্ঠে ‘ঘুমপাড়ানি’ গান
হাবিব মোস্তফার সুরে ইভা’র কণ্ঠে ‘ঘুমপাড়ানি’ গান