রবিবার, ০৯ নভেম্বর ২০২৫

কী সাহসী পদক্ষেপ নিতে যাচ্ছেন সামান্থা?

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৫, ১০:০০ এএম
আপডেট : ০৯ নভেম্বর ২০২৫, ১১:০৩ এএম

একই রঙের পোশাকে একফ্রেমে ধরা দিলেন নির্মাতা রাজ নিদিমরুর সঙ্গে অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। চোখেমুখে তাদের একরাশ উচ্ছ্বাস, ঠোঁটে হালকা হাসি। যুগলের এই অভিব্যক্তিতেই নাকি ‘প্রেম’ গন্ধ পাচ্ছেন অনুরাগীরা।

শুক্রবার রাত থেকে সেই ছবি নিয়ে তোলপাড় সামাজিকমাধ্যমে। এরপর রাজ-সামান্থার প্রেম-বিয়ের জল্পনা আরও এগিয়ে নিয়েছে সামান্থার লেখা ‘সাহসী’ ক্যাপশন। তাহলে কি এবার বিয়ের পিঁড়িতে নায়িকা-পরিচালক? বলিউড থেকে ভারতের দক্ষিণী সিনেইন্ডাস্ট্রি- কৌতূহল সর্বত্র এ নিয়ে।

সামান্থা তার পারফিউম ব্র্যান্ড সিক্রেট অ্যালকেমিস্টের উদ্বোধনী অনুষ্ঠান থেকে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন। একটি ছবিতে দুজনকে একসঙ্গে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। অন্য ছবিতে তিনি অনুষ্ঠানের অন্যান্য অতিথিদের সঙ্গে রয়েছেন, যেখানে রাজ পেছনে দাঁড়িয়ে ছিলেন। ছবির একটিতে অভিনেত্রী তামান্না ভাটিয়াকেও দেখা গেছে।

ছবিগুলো শেয়ার করে ক্যাপশনে সামান্থা লিখেছেন, ‘বন্ধু ও পরিবারের মাঝে ঘেরা আমি। গত দেড় বছরে আমার ক্যারিয়ারে সবচেয়ে সাহসী কিছু সিদ্ধান্ত নিয়েছি। ঝুঁকি নিয়েছি, নিজের ওপর বিশ্বাস রেখেছি, আর চলার পথে শিখেছি। আজ আমি ছোট ছোট জয়গুলো উদযাপন করছি।’

তিনি আরও লিখেছেন, ‘আমি কৃতজ্ঞ, কারণ আমি এমন কিছু মেধাবী, পরিশ্রমী ও আন্তরিক মানুষের সঙ্গে কাজ করছি, যাদের আমি চিনি। গভীর বিশ্বাস নিয়ে বলতে পারি-এটা কেবল শুরু।’ সামান্থা ও রাজ একসঙ্গে কাজ করেছেন দ্য ফ্যামিলি ম্যান ২ ও সিটাডেল: হানি বানিতে। এই ছবি প্রকাশের পর তাদের প্রেমের গুঞ্জন আরও জোরদার হয়েছে।

এ দিকে রাজ-সামান্থার মুখোমুখি হওয়ার কারণও প্রকাশ্যে। পারিবারিক একটি অনুষ্ঠানে, প্রিয়জন, পরিজন, বন্ধু— সবাই উপস্থিত ছিলেন। সেখানে তারাও এক হয়েছিলেন। এ রকম ঘরোয়া অনুষ্ঠানে চর্চিত যুগলের উপস্থিতি স্বাভাবিক ভাবেই নতুন গুঞ্জনের কারণ। পারিবারিক অনুষ্ঠানে জোটে যোগদান মানেই যেন পারিবারিক স্বীকৃতি— এমনও মনে করছেন অনেকে!

অন্যদিকে, রাজ ও ডিকের জনপ্রিয় সিরিজ দ্য ফ্যামিলি ম্যান-এর তৃতীয় সিজন মুক্তি পাচ্ছে ২১ নভেম্বর। মনোজ বাজপেয়ী, জয়দীপ আহলাওয়াতসহ আরও অনেকেই থাকছেন এতে। শুক্রবার মুম্বাইয়ে এক অনুষ্ঠানে ট্রেলার উন্মোচন করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
যে কারণে বেশি বয়সী পুরুষের সঙ্গে সম্পর্কে জড়ান সুইনি
যে কারণে বেশি বয়সী পুরুষের সঙ্গে সম্পর্কে জড়ান সুইনি
একাকিত্বে ভুগছেন করণ জোহর?
একাকিত্বে ভুগছেন করণ জোহর?
সুজানের মা জারিন খানের শেষকৃত্য হলো হিন্দু নিয়ম মেনে
সুজানের মা জারিন খানের শেষকৃত্য হলো হিন্দু নিয়ম মেনে
দীর্ঘদিন আটকে থাকার পর বায়োপিক নিয়ে পর্দায় আনুশকা
দীর্ঘদিন আটকে থাকার পর বায়োপিক নিয়ে পর্দায় আনুশকা