রবিবার, ০৯ নভেম্বর ২০২৫

একাকিত্বে ভুগছেন করণ জোহর?

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৫, ১০:৫৫ এএম

চুপসানো গাল, শরীরে মেদের বংশটুকু নেই, হাড়ের গায়ে যেন শুধু চামড়ার আস্তরণ! কিছু দিন আগে করণ জোহরের এমন কঙ্কালসার চেহারা দেখে আঁতকে উঠেছিলেন অনেকেই। করণ কি স্বেচ্ছায় রোগা হচ্ছেন নাকি অন্য কোনও কারণ, এই নিয়ে চর্চা এখনও জারি আছে। সম্প্রতি জানা গিয়েছে, করণ নাকি একেবারেই খাওয়াদাওয়া করছেন না! প্রায়দিনই নাকি উপোস থাকেন তিনি। করণ নাকি একাকিত্বও ভুগছেন!

সম্প্রতি প্রাক্তন টেনিস তারকার সানিয়া মির্জার একটি পডকাস্ট শোয়ে অতিথি হিসাবে এসেছিলেন করণ। সানিয়ার কাছে নিজের একাকিত্ব নিয়ে কথা বলেছেন। সারোগেসির মাধ্যমে দুই সন্তানের বাবা হয়েছেন। পর পর কাজ করে চলেছেন। ব্যস্ততার শেষ নেই। অথচ এত কিছুর মাঝেও নাকি করণ ভীষণ একা।

করণ বলেন, 'আমার ভীষণ একা লাগে। সকলের কাছেই কেউ না কেউ থাকে। অথচ ঈশ্বর আমার কাছে কাউকে পাঠাননি।' পরিচালক-প্রযোজক জানিয়েছেন, ইদানীং খেতেও বিশেষ ইচ্ছা করে না তাঁর। একা ডাইনিং টেবিলে বসে খেতে ইচ্ছা করে না করণের। তিনি বলেন, 'ইচ্ছা করে বাড়ি ফেরার পর কেউ আমার কাছে এসে বসুক। আমার সঙ্গে ডিনার করুক। খেতে খেতে গল্প করতে ইচ্ছা করে ভীষণ। ডাইনিং টেবিলে যেতেও ইচ্ছা করে না।'

জাতীয় সম্মান নিতে গিয়েও একই অবস্থা। পরিবারের পক্ষ থেকে তাঁকে আনন্দে জড়িয়ে ধরার মতো কেউ সেখানে নেই!

‘সারোগেসি’র মাধ্যমে দুই সন্তান যশ আর রুহির পিতা তিনি। তবু কর্ণ জোহরের একাকিত্ব ঘুচল কই? সানিয়ার সঙ্গে কথা প্রসঙ্গে এও জানিয়েছেন কর্ণ, বিবাহিত বন্ধুদের সঙ্গে সময় কাটাতে গিয়ে ‘একাকিত্ব’-এর যন্ত্রণা নাকি তাঁকে আরও বেশি করে ঘিরে ধরছে। তিনি দেখছেন, তাঁর প্রিয় বন্ধুরা সঙ্গীর সঙ্গে দারুণ সময় কাটাচ্ছেন। কেবল তিনিই যেন একা!

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
যে কারণে বেশি বয়সী পুরুষের সঙ্গে সম্পর্কে জড়ান সুইনি
যে কারণে বেশি বয়সী পুরুষের সঙ্গে সম্পর্কে জড়ান সুইনি
কী সাহসী পদক্ষেপ নিতে যাচ্ছেন সামান্থা?
কী সাহসী পদক্ষেপ নিতে যাচ্ছেন সামান্থা?
সুজানের মা জারিন খানের শেষকৃত্য হলো হিন্দু নিয়ম মেনে
সুজানের মা জারিন খানের শেষকৃত্য হলো হিন্দু নিয়ম মেনে
দীর্ঘদিন আটকে থাকার পর বায়োপিক নিয়ে পর্দায় আনুশকা
দীর্ঘদিন আটকে থাকার পর বায়োপিক নিয়ে পর্দায় আনুশকা