রবিবার, ০৯ নভেম্বর ২০২৫

নিয়মিত লিপস্টিক ব্যবহারে কি ক্ষতি হতে পারে?

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৫, ১২:০৭ পিএম

লিপস্টিক এখন শুধু সাজসজ্জার অংশ নয়, অনেক নারীর আত্মবিশ্বাসের প্রতীক। অফিস, পার্টি বা সাধারণ দিন—সব সময়েই ঠোঁটে সামান্য রঙ যেন মুখে এনে দেয় নতুন প্রাণ। কিন্তু প্রশ্ন হলো, লিপস্টিক কি ঠোঁটের জন্য ক্ষতিকর?

এটাও মিথ্যা নয় যে, সাধের এই লিপস্টিক কিন্তু আপনার ঠোঁটের বারোটা বাজিয়ে দিতে পারে। কারণ, লিপস্টিকে যে ধরনের রাসায়নিক ব্যবহার করা হয়, তা ত্বকের জন্য মারাত্মক ক্ষতিকর। তাই নিয়মিত লিপস্টিক লাগাতে বারণ করেন চিকিৎসকেরা।

কিন্তু সে বারণকে থোড়াই কেয়ার করেন অনেকেই। তাই দেরি না করে জেনে নিন নিয়মিত লিপস্টিক ব্যবহার করলে ঠোঁটের কী কী ক্ষতি হতে পারে। তারপর হয়তো আপনিও ঠোঁটে এই উপাদান লাগানোর আগে অন্তত একবার ভাববেন।

এমন কিছু লিপস্টিক রয়েছে, যা ঠোঁটকে শুষ্ক করে তুলতে পারে। আবার যাদের শুষ্ক ত্বকের সমস্যা রয়েছে, তাদের ক্ষেত্রে এই সমস্যা গুরুতর হয়ে যেতে পারে। তাই ঘন ঘন লিপস্টিক ব্যবহার না করাই ভালো। তবে কিছু লিপস্টিকে আবার বিভিন্ন ধরনের তেল, মাখন ব্যবহার করা হয়। সেগুলো ঠোঁটের আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে। সে ক্ষেত্রে লিপস্টিক কেনার সময়ে উপকরণের তালিকায় চোখ বুলিয়ে নেওয়াই অবশ্যই জরুরি।

রাসায়নিকে অ্যালার্জি থাকলে লিপস্টিক ব্যবহার নিয়ে সতর্ক হতে হবে। কোনো নতুন সংস্থার প্রসাধনী ব্যবহার করার আগে ‘প্যাচ টেস্ট’ করে নেওয়া জরুরি। অনেক সময়ে যাচাই করে কিনে আনলেও সমস্যা মেটে না। এ ক্ষেত্রে ভালো সংস্থার লিপস্টিক ব্যবহার করা জরুরি।

প্রতিদিন লিপস্টিক লাগানোর আরও একটি ক্ষতিকর দিক হলো ঠোঁটে কালচে ছোপ পড়ার ঝুঁকি থাকে। দীর্ঘদিন ধূমপান করার ফলে অনেকের ঠোঁট কালো হয়ে যায়। ঠিক তেমনি নিয়মিত লিপস্টিক ব্যবহার করলেও তা আপনার সুন্দর ঠোঁটকে কালো করে দিতে পারে।

ঠোঁটের লিপস্টিক থেকে সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে শরীরের অন্যান্য অংশেও। শ্বাসকষ্ট হতে পারে, চোখে সংক্রমণ এবং হাঁচির সমস্যার নেপথ্যেও থাকতে পারে লিপস্টিক। তাই যেকোনো ধরনের ঝুঁকি এড়াতে সাবধানতা এবং সচেতনতার কোনো বিকল্প নেই।

লিপস্টিকে ব্যবহার করা হয় বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ। এসব রাসায়নিক আপনার স্বাস্থ্যের ওপর বড় প্রভাব ফেলতে পারে। এমনকী আপনার কিডনি, ফুসফুসসহ আরো জটিল শারীরিক সমস্যার সৃষ্টি করতে পারে। ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলের স্কুল অব পাবলিক হেলথের একটি গবেষণায় বলা হয়েছে, বেশিরভাগ লিপস্টিকে ক্রোমিয়াম, লিড, অ্যালুমিনিয়াম, ক্যাডমিয়াম এবং অন্যান্য অনেক বিষাক্ত পদার্থ রয়েছে। লিপস্টিকের নিয়মিত ব্যবহারে স্বাস্থ্য সমস্যা সৃষ্টি হতে পারে। বিশেষ করে তাদের মধ্যে যারা ২৪ ঘণ্টার মধ্যে ২ থেকে ৩ বার লিপস্টিক লাগান।

গবেষণায় আরো বলা হয়েছে, লিপস্টিকের রঙ যত গাঢ় হবে তাতে বিষাক্ত রসায়নের পরিমাণও তত বেশি হবে। গবেষকদের মতে, দীর্ঘদিন লিপস্টিক ব্যবহারের ফলে সময়ের সঙ্গে সঙ্গে শরীরে ক্যাডমিয়াম জমা হতে থাকে। যা কিডনির ক্ষতি, ফুসফুসের ক্ষতি, হাড়ের ব্যাধি, হরমোনের ভারমাস্য নষ্ট করতে পারে।

বিশেষজ্ঞদের মতে, লিপস্টিক বা লিপ বাম কোনোটিই ঠোঁটের স্বাস্থ্যের জন্য ভালো নয়। এগুলোতে এমন রাসায়নিক ও কৃত্রিম রঙের ব্যবহার হয়, যা ত্বকসহ সার্বিকভাবে স্বাস্থ্যের জন্য চরম ক্ষতিকর। লিপস্টিক ও লিপ বামে প্যারাবেনের মতো রাসায়নিক থাকে। এই উপাদান শরীরে গেলে ইস্ট্রোজেন হরমোনের ভারসাম্য নষ্ট করে এবং স্তনে ক্যান্সারের ঝুঁকি বাড়িয়ে দেয়।

তাই লিপস্টিক বা বাম কেনার আগে অবশ্যই লেবেল পরীক্ষা করে নিন। যতটা সম্ভব রাসায়নিকমুক্ত লিপস্টিক বা লিপ বাম ব্যবহার করার চেষ্টা করুন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জলপাইয়ের টক-ঝাল-মিষ্টি আচার রেসিপি
জলপাইয়ের টক-ঝাল-মিষ্টি আচার রেসিপি
মোবাইল দিয়েই প্রফেশনাল ছবি তুলবেন যেভাবে
মোবাইল দিয়েই প্রফেশনাল ছবি তুলবেন যেভাবে
গলা ব্যথা হলে কী করবেন ?
গলা ব্যথা হলে কী করবেন ?
কাপড়ের দাগ তোলার সবচেয়ে সহজ উপায়
কাপড়ের দাগ তোলার সবচেয়ে সহজ উপায়