বুধবার, ০৫ নভেম্বর ২০২৫

বন্ধ্যাত্ব চিকিৎসায় আর যেতে হবেনা বিদেশে

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ২৫ জুলাই ২০২৫, ০৬:০৮ পিএম
আপডেট : ২৫ জুলাই ২০২৫, ০৬:১০ পিএম
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

উন্নত দেশগেুলোর মত বাংলাদশে শুরু হয়েছে বন্ধ্যাত্বের অত্যাধুনিক চিকিৎসা। যার সফলতার হার বেশ সন্তোষজনক। তাই এখন আর বন্ধ্যাত্ব চিকিৎসায় বিদেশ যাওয়া লাগবে না বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। বিশ্ব টেস্টটিউব বেবি বা আইভিএফ দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এমন আশা করেন তারা। ২৫ জুলাই বিশ্ব আইভিএফ দিবস উপলক্ষে রাজধানীর পান্থপথ লুমিনা আইভিএফ এন্ড ফার্টিলিটি কেয়ারে আয়োজিত অনুষ্ঠানে চিকিৎসা বিশেষজ্ঞরা জানান, বন্ধ্যাত্ব চিকিৎসায় এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, এখন দরকার সচেতনতা।

অনুষ্ঠানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্রজনন, এন্ডোক্রাইনোলজি এবং বন্ধ্যাত্ব বিভাগ প্রধান, ডা. ফ্লোরিডা রহমান জানান, এদেশের সমাজে বন্ধ্যাত্বকে এখনও লজ্জার বিষয় বলে মনে করা হয়। অথচ এটি একটি চিকিৎসাযোগ্য স্বাস্থ্য সমস্যা। সচেতনতা বাড়ানোর পাশাপাশি এবং সময় মত চিকিৎসা নিলে মাতৃত্ব ও পিতৃত্বের স্বাদ পেতে পারেন অনেক দম্পতি। তাই স্বল্প খরচে দেশেই সম্ভব হচ্ছে আন্তর্জাতিক মানের চিকিৎসা।

লুমিনা আইভিএফ-এর ব্যবস্থাপনা পরিচালক মাসরুদ হোসেন জানান, বাংলাদেশেই এখন আন্তর্জাতির মানের ল্যাব হয়েছে। আমরা এ দিক থেকে চ্যালেঞ্জ করতে পারি। আমাদের সফলতার হারও যে কোনো উন্নত দেশের তুলনায় কম নয়। সুতরাং ভয়-শঙ্কা ভেঙ্গে আত্মবিশ্বাস ও ধৈর্যের সাথে চিকিৎসা করলে ভালো ফলাফল পাওয়া সহজ। আলোচনায় যোগ দেন, বন্ধ্যাত্ব বিশেষজ্ঞ ও লুমিনা আইভিএফ-এর পরামর্শক ডা. উম্মে তাহমিনা সীমা, অর্থ পরিচালক মুজাহিদ হোসেন, অপারেশন ডিরেক্টর নাজমুল আজম পলাশ, হেড অব বিজনেস মুনিরুল সালেহীনসহ সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।

বিশ্ব আইভিএফ দিবসের অনুষ্ঠানের বক্তারা জানান, প্রজনন বয়সী শতকরা ১৫ ভাগ দম্পতি, বিভিন্ন ধরনের বন্ধ্যাত্ব সমস্যায় ভুগছেন, যা বাড়ছে দিনকে দিন। বাংলাদেশের প্রেক্ষাপটে সামাজিক কুসংস্কার, দেরিতে বিয়ে ও সন্তান গ্রহণ, পলিসিস্টিক ওভারি সিনড্রোম (পিসিওএস) এবং পুরুষ প্রজনন সমস্যাসহ বিভিন্ন কারণ একটা বড় সমস্যা বলেও জানান বক্তারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মানহীন কিটক্যাটসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি তিন আমদানি প্রতিষ্ঠানের বিরুদ্ধে
মানহীন কিটক্যাটসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি তিন আমদানি প্রতিষ্ঠানের বিরুদ্ধে
ডেঙ্গুতে আক্রান্ত ছাড়াল ৭০ হাজার
ডেঙ্গুতে আক্রান্ত ছাড়াল ৭০ হাজার
চিকিৎসকদের জন্য বিশাল সুখবর
চিকিৎসকদের জন্য বিশাল সুখবর
শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে 'ওয়ার্ল্ড স্ট্রোক ডে'  উদযাপিত
শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে 'ওয়ার্ল্ড স্ট্রোক ডে' উদযাপিত