সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫

ডেঙ্গু কেড়ে নিল আরও ২ প্রাণ, হাসপাতালে ৫১৬

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৫, ০৫:৩৮ পিএম

এডিস মশাবাহী রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২ জনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছর এখন পর্যন্ত মশাবাহিত রোগটিতে মৃতের সংখ্যা বেগে ৩৯৬ জনে দাঁড়িয়েছে। পাশাপাশি গত একদিনে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫১৬ জন। তাদের নিয়ে চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯৭ হাজার ৮২৯ জনে।

রোববার (৭ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত দু’জনই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বাসিন্দা। অন্যদিকে গত একদিনে ঢাকা উত্তর সিটি করপোরেশনে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী (১২৭ জন) হাসপাতালে ভর্তি হয়েছে।

এছাড়াও গত ২৪ ঘণ্টায় ঢাকা ও চট্টগ্রাম বিভাগে ৯৬ জন করে মোট ১৯২ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৭৫ জন, বরিশাল বিভাগে ৪৯ জন, রাজশাহী বিভাগে ৩১ জন, ময়মনসিংহ বিভাগে ২৮ জন, খুলনা বিভাগে ৬ জন, রংপুর বিভাগে ৫ জন এবং সিলেট বিভাগে ৩ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছর ১ জানুয়ারি থেকে রোববার পর্যন্ত ডেঙ্গুতে মোট ৩৯৬ জন মারা গেছেন। এরমধ্যে সবচেয়ে বেশি মৃত্যু (১৮৩ জন) হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে। পাশাপাশি এই সময়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৬৭ জন ছাড়াও বরিশাল বিভাগে ৪৭ জন, চট্টগ্রাম বিভাগে ৩১ জন, ময়মনসিংহ বিভাগে ২৪, রাজশাহী বিভাগে ২০ জন, খুলনা বিভাগে ১৩ জন, ঢাকা বিভাগে ৯ জন এবং সিলেট বিভাগে ২ জন ডেঙ্গুতে মারা গেছেন।

অন্যদিকে চলতি বছরের প্রথম দিন থেকে রবিবার পর্যন্ত ডেঙ্গুতে মোট আক্রান্ত হয়েছেন ৯৭ হাজার ৮২৯ জন। এরমধ্যে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে বরিশাল বিভাগে, ২০ হাজার ৯৭৮ জন। আর সবচেয়ে কম ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে সিলেট বিভাগে, ৩৯৪ জন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
স্বাস্থ্যের ডিজির সঙ্গে চিকিৎসকের বাগবিতণ্ডা, বহিষ্কারের নির্দেশ
স্বাস্থ্যের ডিজির সঙ্গে চিকিৎসকের বাগবিতণ্ডা, বহিষ্কারের নির্দেশ
এক সপ্তাহে ডেঙ্গুতে প্রাণ গেল ১৭ জনের
এক সপ্তাহে ডেঙ্গুতে প্রাণ গেল ১৭ জনের
ডেঙ্গুতে মৃত্যু ৩, হাসপাতালে ৫৬৫
ডেঙ্গুতে মৃত্যু ৩, হাসপাতালে ৫৬৫
ডেঙ্গুতে একদিনে মৃত্যু ৫, ভর্তি ৪৯০ 
ডেঙ্গুতে একদিনে মৃত্যু ৫, ভর্তি ৪৯০