
আন্তর্জাতিক ডেস্ক: কোভিড-১৯ মহামারির পর চীনে নতুন উদ্বেগ তৈরি করেছে হিউম্যান মেটানিউমোভাইরাস-এইচএমপিভি সংক্রমণ। দেশটির বিভিন্ন হাসপাতাল রোগীতে ভরে গেছে বলে সামাজিক মাধ্যমে পোস্ট ও প্রতিবেদনে দেখা যাচ্ছে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা এশিয়ার কয়েকটি দেশে এই ভাইরাস ছড়িয়ে পড়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
মার্কিন লাং অ্যাসোসিয়েশনের মতে, শ্বাসযন্ত্রের তীব্র সংক্রমণকে হিউম্যান মেটাপনিউমোভাইরাস হিসেবে চিহ্নিত করা হয়। ২০০১ সালে নেদারল্যান্ডসের গবেষকরা এর আবিষ্কার করেছিলেন।
এইচএমপিভি ভাইরাস সব বয়সী মানুষকে আক্রান্ত করার সক্ষমতা রাখলেও শিশুরা সবচেয়ে বেশি শিকারে পরিণত হচ্ছে। এর সাধারণ উপসর্গগুলো হলো: কাশি, জ্বর, নাক বন্ধ হওয়া ও শ্বাসকষ্ট। গুরুতর ক্ষেত্রে এই ভাইরাস ব্রঙ্কাইটিস বা নিউমোনিয়ার মতো জটিলতা সৃষ্টি করতে পারে। ভাইরাসটির ইনকিউবেশন পিরিয়ড সাধারণত ৩ থেকে ৬ দিনের মধ্যে হয়।
এদিকে বার্তাসংস্থা রয়টার্সেল এক প্রতিবেদনে বলা হয়েছে, চীনের রোগ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ জানিয়েছেন যে নিউমোনিয়া আক্রান্ত রোগী বাড়ায় ছোট আকারে একটি পর্যবেক্ষণ ব্যবস্থা পরিচালনা করছে।
মন্তব্য করুন