বুধবার, ০৫ নভেম্বর ২০২৫

লন্ডনে টিউলিপের আরও ফ্ল্যাটের সন্ধান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৫, ১২:৫০ পিএম

আন্তর্জাতিক ডেস্ক: লন্ডনে ব্রিটেনের সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিকের আরও একটি ফ্ল্যাটের সন্ধান মিলেছে। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ এক সহযোগী উত্তর লন্ডনের ওই ফ্ল্যাটটি টিউলিপের পরিবারকে উপহার হিসেবে দিয়েছিলেন।

রোববার (৫ই জানুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের প্রতিবেদন অনুযায়ী, ফ্ল্যাট উপহার নিয়ে মিথ্যা বলেছেন টিউলিপ। এতদিন তিনি এই ফ্ল্যাটটি তাদের পারিবারিক সম্পত্তি বলে দাবি করে আসছিলেন।

ব্রিটিশ গণমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমস প্রকাশ করেছে, ২০০৪ সালে লন্ডনের কিংসক্রস এলাকায় টিউলিপ সিদ্দিককে একটি ব্যয়বহুল ফ্ল্যাট উপহার দিয়েছেন আওয়ামী লীগের ঘনিষ্ঠ ব্যবসায়ী আবদুল মোতালিফ। ব্রিটেনের ভূমি নিবন্ধন সংক্রান্ত নথি থেকে এ তথ্য পাওয়া গেছে।

ভিন্ন এক প্রতিবেদনে আরেক গণমাধ্যম দ্য টেলিগ্রাফ জানিয়েছে, টিউলিপের ছোট বোন আজমিনা সিদ্দিক রূপন্তিকে উত্তর লন্ডনের হ্যাম্পস্টেডের ফিঞ্চলে রোডে একটি ফ্ল্যাট উপহার দিয়েছিলেন বাংলাদেশি আইনজীবী মঈন গনি। তিনি শেখ হাসিনা সরকারের প্রতিনিধিত্ব করেছেন। ২০০৯ সালে মঈন গনি ফ্ল্যাটটি আজমিনার নামে হস্তান্তর করেন। ভূমি রেজিস্ট্রি নথিতে কোনো আর্থিক লেনদেনের উল্লেখ নেই। তবে জানা যায়, ফ্ল্যাটটি প্রথমে আজমিনার নামে থাকলেও, একসময় সেখানে টিউলিপ সিদ্দিক বসবাস শুরু করেন।

এ বিষয়ে টিউলিপ সিদ্দিকের দল লেবার পার্টির একটি সূত্র জানিয়েছে, ২০২২ সালে যখন প্রথম অনুসন্ধান করা হয়েছিল তখন টিউলিপ সিদ্দিককে তার পরিবার জানায় যে ফ্ল্যাটটি কেনা হয়েছিল। তবে গত সপ্তাহে তার পরিবারের দাবি পরিবর্তন হয়েছে।

এদিকে সিটি মিনিস্টার সম্পর্কে এমন তথ্য উদ্বেগজনক উল্লেখ করে টিউলিপের পদত্যাগের দাবি জানিয়েছে বিরোধী দল। যদিও ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাসভবন ও কার্যালয় ডাউনিং স্ট্রিট জোর দিয়ে জানিয়েছে, এখনও টিউলিপ সিদ্দিকের ওপর আস্থা রেখেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় পুরুষ কে এই জনাথন বেইলি
বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় পুরুষ কে এই জনাথন বেইলি
যে কারণে প্রশংসায় ভাসছেন কেবিন ক্রু
যে কারণে প্রশংসায় ভাসছেন কেবিন ক্রু
সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট ডিক চেনি আর নেই
সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট ডিক চেনি আর নেই
নেপালে তুষারঝড়-ধসে ৯ পর্বতারোহী নিহত
নেপালে তুষারঝড়-ধসে ৯ পর্বতারোহী নিহত