
অনলাইন ডেস্ক: মিয়ানমারে ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। স্থানীয় সময় দুপুর ১২.৫০ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়। সাগাইং শহরের ১৬ কিলোমিটার উত্তর-পশ্চিমে মাটির ১০ কিলোমিটার গভীরে এর কেন্দ্র। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভের বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছে আল জাজিরা।এই ভূমিকম্প অনুভূত হয়েছে প্রতিবেশী বাংলাদেশ ও থাইল্যান্ডে। এতে বাংলাদেশি কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে থাইল্যান্ডের ব্যাংককের চাতুচাক এলাকায় একটি নির্মাণাধীন ভবন ধসে গেছে। সেখানে ৪৩ জন নির্মাণশ্রমিক আটকা পড়েছে বলে জানা গেছে।
মন্তব্য করুন