
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে পাকিস্তান দেশটির ৩টি রাফায়েল যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে বলে খবর পাওয়া গেছে। যদিও প্রতিরক্ষা সূত্রের বরাতে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, ভারতের ৩টি বিমান ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তানি বিমানবাহিনী। এছাড়া, পাল্টা হামলায় ঘটেছে আরও ক্ষয়ক্ষতির ঘটনা।
মঙ্গলবার (৬ই মে) দিবাগত রাত ১২টার পরপরই পাকিস্তানের বিভিন্ন শহরে একযোগে হামলা চালায় ভারত। প্রাথমিক ক্ষয়ক্ষতি বিশ্লেষণে জানা গেছে, আহমেদপুর ইস্ট: বাহাওয়ালপুর, সুবহানউল্লাহ মসজিদে ক্ষেপণাস্ত্র হামলায় এক শিশু নিহত, ১২ জন আহত। ভারতের হামলার পর পাকিস্তানও পাল্টা হামলার হুঁশিয়ারি দেয়।
মন্তব্য করুন