
বিশ্বব্যাপী বাজছে যুদ্ধের দামামা। কোন দেশের বিরুদ্ধে যুদ্ধ মানেই যে হামলা করেই সেখানে শেষ হয়ে যায় বিষয়টি এমন নয়। কোনো যুদ্ধ শুরুর আগে সেই দেশের রাষ্ট্রপ্রধানদের অন্তত হাজারবার ভাবতে হয়; তার ব্যয় ভার বহন করার মতো সক্ষমতা তার আছে কিনা। গত চারদিন ধরে ইসরাইল-ইরান সংঘাত যুদ্ধ পরিস্থিতিতে রূপ নেওয়ার পর এখন দুদেশকেই করতে হচ্ছে হিসেব। এই যুদ্ধের অর্থনৈতিক প্রভাব কার ওপর কতটা পড়বে। আর সে সাথে প্রতিদিন হামলা পালটা হামলা চালাতে গিয়ে দুদেশের কার কত খরচ হচ্ছে?
ইসরাইলি গণমাধ্যমের বরাতে বলা হয়েছে, গাজায় ইসরাইলের যুদ্ধের খরচ ৪২ বিলিয়ন ডলারে পৌঁছেছে, যা প্রতিদিন গড়ে ৮ কোটি ৩৮ লাখ ডলার।
গত বছর ১ অক্টোবর ইরানের ক্ষেপণাস্ত্র হামলার বিরুদ্ধে আন্তর্জাতিক জোটের সহায়তায় ইসরাইলের আকাশসীমা রক্ষা করতে এক রাতে ২৭ কোটি ৯০ লাখ ডলার খরচ হয়েছে।
গণমাধ্যম সূত্র বলছে, ইসরাইলের প্রতিরক্ষা বাজেটের সবচেয়ে বড় ব্যয়ের খাত হলো রিজার্ভ সেনাবাহিনীর অর্থায়ন, এটি ১২ দশমিক ৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে।
তাহলে প্রশ্ন আসছে ইসরাইলের যুদ্ধ ব্যয় কত হচ্ছে? ইসরাইলের প্রত্যক্ষ সামরিক ব্যয় প্রতিদিন প্রায় ৭২ কোটি ৫০ লাখ ডলার। এর মধ্যে অর্ধেক আক্রমণাত্মক অভিযান (যেমন বিমান হামলা, যুদ্ধাস্ত্র) এবং বাকি অর্ধেক প্রতিরক্ষা ব্যবস্থার (যেমন ক্ষেপণাস্ত্র প্রতিহতকরণ, রিজার্ভ মোতায়েন) পেছনে খরচ হয়।
কোনো আনুষ্ঠানিক হিসাব নয়। এ ছাড়া এই হিসাবে বেসামরিক সম্পদের ক্ষতি বা অর্থনৈতিক কর্মকাণ্ড ব্যাহত হওয়ার মতো পরোক্ষ ক্ষতি অন্তর্ভুক্ত নয়।
২০২৪ সালের অক্টোবরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা থেকে এক রাতের প্রতিরক্ষা বাবদ ইসরাইলের ২৭ কোটি ৯০ লাখ ডলার খরচ হয়েছিল। আর ২০২৪ সালের এপ্রিলে ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে তাদের ব্যয় হয়েছিল ১ দশমিক ০৮ থেকে ১ দশমিক ৩৫ বিলিয়ন ডলার।
এই যদি হয় ইসরালের পরিস্থিতি তাহলে ইরানের যুদ্ধ ব্যয় কত? ইরানের দৈনিক সামরিক ব্যয়ের অনুমান ইসরাইলের তুলনায় ততটা সুনির্দিষ্ট নয়। তবে সক্রিয় সংঘর্ষের সময় তা প্রতিদিন ৪৬ কোটি থেকে ৬৫ কোটি ডলার পর্যন্ত হতে পারে বলে অনুমান করা হয়। ইরানের ব্যয় সাধারণত ইসরাইলের তুলনায় কম হয়। কারণ তাদের অস্ত্রশস্ত্র তুলনামূলক সস্তা। ইসরাইলের একটি অ্যারো ক্ষেপণাস্ত্রের দাম ৩৫ লাখ ডলার। এটি সরবরাহ করে যুক্তরাষ্ট্র। সে তুলনায় একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের দাম প্রায় ১ লাখ ডলার।
অবশ্য এই হিসাব গুলো অনুমানমাত্র। এই তথ্য নিশ্চিত ভাবে যাচাই করা কঠিন। কারণ ইরান বিস্তারিত সামরিক বাজেট প্রকাশ করে না।
মন্তব্য করুন