বুধবার, ০৫ নভেম্বর ২০২৫

ইসরায়েল নতুন হামলা শুরু করেছে দক্ষিণ ইরানে

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ২১ জুন ২০২৫, ০৬:৫৯ পিএম

এবার ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একাধিক এলাকায় নতুন করে হামলা শুরু করেছে ইসরায়েল। ইরানের সামরিক স্থাপনা লক্ষ্য করে এ হামলা শুরু করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। শনিবার (২১ জুন) সামরিক বাহিনীর এক বিবৃতিতে ইরানে নতুন হামলার তথ্য জানিয়েছে ইসরায়েল।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বলেছে, ইরানের দক্ষিণ-পশ্চিমের সামরিক স্থাপনায় নতুন করে হামলা শুরু করছে ইসরায়েলি যুদ্ধবিমান। তবে দক্ষিণ-পশ্চিম ইরানের ঠিক কোন এলাকায় এই হামলা চালানো হচ্ছে সেই বিষয়ে সুনির্দিষ্ট কোনও তথ্য জানানো হয়নি।

এর আগে, ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, শনিবার সকালের দিকে এক ঘণ্টায় অন্তত আটটি ড্রোন ইসরায়েলি আকাশে প্রবেশ করেছে। ইসরায়েলের স্থানীয় সময় সকাল ১০টা ১৬ মিনিট থেকে ১১টা ২৭ মিনিটের মধ্যে এসব ড্রোন ইসরায়েলের আকাশে প্রবেশ করে বলে জানায় তারা।

আইডিএফ বলেছে, ইসরায়েলের দক্ষিণাঞ্চলের এলিয়াত থেকে সিরিয়া সীমান্ত লাগোয়া উত্তরাঞ্চল পর্যন্ত ইরানের ড্রোন শনাক্ত করা হয়েছে। এসব ড্রোন ভূপাতিত করতে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে।

আইডিএফ জানিয়েছে, ইরানের ছোড়া অন্তত পাঁচটি ড্রোন প্রতিহত করেছে ইসরায়েলি বাহিনী। এছাড়া বাকি তিনটি ড্রোনকে নজরদারি করা হচ্ছে বলেও জানায় তারা।

সূত্র: আলজাজিরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় পুরুষ কে এই জনাথন বেইলি
বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় পুরুষ কে এই জনাথন বেইলি
যে কারণে প্রশংসায় ভাসছেন কেবিন ক্রু
যে কারণে প্রশংসায় ভাসছেন কেবিন ক্রু
সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট ডিক চেনি আর নেই
সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট ডিক চেনি আর নেই
নেপালে তুষারঝড়-ধসে ৯ পর্বতারোহী নিহত
নেপালে তুষারঝড়-ধসে ৯ পর্বতারোহী নিহত