বুধবার, ০৫ নভেম্বর ২০২৫
এরদোগান

‘ইসরাইলের গাজা দখলের সিদ্ধান্ত অগ্রহণযোগ্য’

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ১০ আগস্ট ২০২৫, ০১:০৮ পিএম

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা দখলের ইসরাইলের সিদ্ধান্ত ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’। তুরস্ক সব সময় ফিলিস্তিনের পাশে থাকবে। ফ্রান্স, যুক্তরাজ্য ও কানাডার ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার সম্ভাব্য ঘোষণা এসব বক্তব্য মূল্যবান। পশ্চিমা বিশ্বে ইসরাইলবিরোধী সমালোচনা বেড়ে চলেছে এবং এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টা চালিয়ে যাবে তুরস্ক। ৯ আগস্ট শনিবার এক প্রতিবেদনে সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড এই তথ্য জানিয়েছে।

শনিবার তুরস্কের যোগাযোগ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে এক ফোনালাপে এরদোগান গাজায় ইসরাইলের হামলা ও অঞ্চলের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।আলোচনায় এরদোগান পুনর্ব্যক্ত করেন, তুরস্ক সবসময় ফিলিস্তিনের পাশে থাকবে।

৮ আগস্ট শুক্রবার এক প্রতিবেদনে আল জাজিরা জানায়, ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ফিলিস্তিনি উপত্যকার উত্তরে অবস্থিত গাজা শহর দখলের প্রস্তাব অনুমোদন করেছে দেশটির নিরাপত্তা মন্ত্রিসভা। পরিকল্পনা অনুযায়ী, ইসরাইলি সেনাবাহিনীকে গাজা শহর দখলের প্রস্তুতি নিতে বলা হয়েছে।

এক সিনিয়র ইসরাইলি কর্মকর্তার বরাতে দিয়ে আল-জাজিরা জানিয়েছে, আগামী ৭ অক্টোবরের মধ্যে গাজা শহর থেকে সব ফিলিস্তিনিকে কেন্দ্রীয় শিবির ও অন্যান্য এলাকায় সরিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে। এরপর শহরে থাকা হামাস যোদ্ধাদের অবরুদ্ধ করে স্থল অভিযান চালানো হবে। এ প্রেক্ষিতে তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান বলেছেন ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা দখল ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় পুরুষ কে এই জনাথন বেইলি
বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় পুরুষ কে এই জনাথন বেইলি
যে কারণে প্রশংসায় ভাসছেন কেবিন ক্রু
যে কারণে প্রশংসায় ভাসছেন কেবিন ক্রু
সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট ডিক চেনি আর নেই
সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট ডিক চেনি আর নেই
নেপালে তুষারঝড়-ধসে ৯ পর্বতারোহী নিহত
নেপালে তুষারঝড়-ধসে ৯ পর্বতারোহী নিহত