বুধবার, ০৫ নভেম্বর ২০২৫

গাজায় ইসরাইলি হামলায় আরো ৭৩ জন নিহত

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৫, ১১:৪৮ এএম

গাজায় ইসরাইলি বাহিনীর হামলায় একদিনে অন্তত ৭৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদের মধ্যে ১৯ জন ত্রাণ সংগ্রহ করতে গিয়ে মারা যান। এছাড়া মঙ্গলবার অনাহারে মারা গেছে ছয় বছর বয়সী এক শিশুসহ দুইজন। খবর আল জাজিরার।

উত্তর গাজার জিকিম ক্রসিংয়ের কাছে ত্রাণপ্রার্থীদের ওপর হামলা থেকে বেঁচে যাওয়া ব্যক্তিরা ভয়াবহ চিত্র বর্ণনা করেছেন। সাইদ নামে একজন ব্যক্তি বলেন, ‘চারদিক থেকে গুলিবর্ষণ হচ্ছিল; আমরা জানতাম না কী হচ্ছে। আমাদের সামনে মানুষ মারা যাচ্ছিল, আমাদের পায়ের মাঝখান দিয়ে গুলি উড়ছিল, আর আমরা কিছুই করতে পারছিলাম না।

তিনি বলেন, আমরা এখানে একমুঠো খাবারের জন্য এসেছিলাম। কিন্তু খাবার পাইনি। আমরা ক্লান্ত, আমরা মারা যাচ্ছি; এক টুকরো রুটির জন্য আমাদের জীবন যাচ্ছে।আরেকজন প্রত্যক্ষদর্শী মোহাম্মদ আবু নাহল বলেন, ‘চারদিকে গুলি উড়ছিল, আহত এবং মৃতরা আমার চারপাশে পড়ে ছিলো। তিনি আরো বলেন, মৃতরা আমাদের পাশেই পড়ে ছিলো, আর আমরা তাদের টেনে বের করছিলাম। আমি এখানে এসেছিলাম শুধু আমার বাচ্চাদের জন্য খাবার সংগ্রহ করতে। খাবার কেনার টাকা নেই। যদি আমার খাবার আর পানি থাকতো, তাহলে আমি এখানে আসতাম না। আমার কী করা উচিত? চুরি নাকি লুট?’ সকল দেশকে তাদের পাশে দাঁড়ানোর এবং যুদ্ধ বন্ধে সহায়তা করার আহ্বান জানান নাহল। মে মাসের শেষের দিকে গাজায় ত্রাণ কার্যক্রম শুরু করে বিতর্কিত যুক্তরাষ্ট্র সমর্থিত জিএইচএফ। এরপর থেকে এসব সাহায্য শিবিরে ত্রাণ আনতে গিয়ে ইসরাইলের হামলায় এক হাজার ৮৩৮ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

এদিকে ইসরাইলি হামলায় গাজায় ‘অকল্পনীয় দুর্ভোগের’ নিন্দা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন, কানাডা, ফ্রান্স এবং যুক্তরাজ্সহ ২৬ দেশ। এক বিবৃতিতে গাজায় দুর্ভিক্ষ পরিস্থিতি নিরসনে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে দেশগুলো। ইইউর শীর্ষ কূটনীতিক এবং আরো ২৬ দেশের পররাষ্ট্রমন্ত্রীদের স্বাক্ষরিত একটি যৌথ বিবৃতিতে বলা হয়েছে, গাজায় মানবিক দুর্ভোগ অকল্পনীয় পর্যায়ে পৌঁছেছে। সবার চোখের সামনে দুর্ভিক্ষ দেখা দিয়েছে। দুর্ভিক্ষ নিরসনের জন্য এখনই জরুরি পদক্ষেপ নেওয়া প্রয়োজন।গাজায় সাহায্য পৌঁছানোর জন্য ‘তাৎক্ষণিক, স্থায়ী এবং সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়া দাবি করেছেন তারা।

ইউরোপীয় ইউনিয়নের ১৭টি দেশ এই বিবৃতিতে স্বাক্ষর করেছে, যার মধ্যে রয়েছে ফ্রান্স, নেদারল্যান্ডস, স্পেন এবং আয়ারল্যান্ডের মতো দেশগুলো। বিবৃতিতে ইসরাইলের তীব্র সমালোচনা করা হয়।বিবৃতিতে ত্রাণ বিতরণের স্থান এবং ত্রাণবাহী লরির কাছে প্রাণঘাতী হামলা বন্ধেরও দাবি জানানো হয়েছে।

জাতিসংঘ জানিয়েছে, এসব ত্রাণ কেন্দ্রে ইসরাইলি হামলায় এক হাজার ৩০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। জাতিসংঘ সতর্ক করে বলেছে, গাজা উপত্যকাকে দুর্ভিক্ষের দিকে ঠেলে দিচ্ছে ইসরাইল অন্যদিকে গাজায় ত্রাণ বিতরণে বাধা দেওয়ায় ইসরাইলের সামলোচনা করে আসছে আন্তর্জাতিক সংস্থাগুলো।

গাজায় দুর্ভিক্ষের কথা অস্বীকার করেছে ইসরাইল। সাহায্য বিতরণে বিলম্বের জন্য জাতিসংঘকে দায়ী করেছে দেশটি। আলাদাভাবে মঙ্গলবার গাজায় বিপর্যয়কর স্বাস্থ্য পরিস্থিতি মোকাবেলা করার জন্য চিকিৎসা সরঞ্জাম মজুদ করার সুযোগ দিতে ইসরাইলের কাছে আবেদন জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। গাজার নিয়ন্ত্রণ নেওয়ার আগেই এই সুযোগ চেয়েছে সংস্থাটি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় পুরুষ কে এই জনাথন বেইলি
বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় পুরুষ কে এই জনাথন বেইলি
যে কারণে প্রশংসায় ভাসছেন কেবিন ক্রু
যে কারণে প্রশংসায় ভাসছেন কেবিন ক্রু
সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট ডিক চেনি আর নেই
সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট ডিক চেনি আর নেই
নেপালে তুষারঝড়-ধসে ৯ পর্বতারোহী নিহত
নেপালে তুষারঝড়-ধসে ৯ পর্বতারোহী নিহত