বুধবার, ০৫ নভেম্বর ২০২৫

‘তরুণী’ সেজে টিকটকে ভিডিও তৈরি যেভাবে ধরা খেল তরুণ

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৫, ০৮:৪৬ এএম
আপডেট : ২৩ আগস্ট ২০২৫, ০৯:২৮ এএম

এখন সহজেই নেট দুনিয়ায় প্রবেশ করা যায়। সেই সুযোগে অনেকেই অনৈতিক কর্মকান্ড করার সুযোগও নেন কখনো কখনো। বিশেষ করে টিকটকে। শর্টস ভিডিও শেয়ারিংয়ের জন্য বিশ্বজুড়ে বহুল পরিচিত প্ল্যাটফর্ম টিকটকে বেশি ভিউয়ের আশায় ‘তরুণী’ সেজে উপস্থাপনের একটি ঘটনা সম্প্রতি সামনে এসেছে। প্ল্যাটফর্মটিতে ‘ইয়াসমিন’ নামে পরিচিত মিশরের জনপ্রিয় এক টিকটকার এ অভিযোগে গ্রেপ্তার হয়েছেন।

সংবাদমাধ্যম বোল নিউজে ২১ আগস্ট বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, ‘ইয়াসমিন’ নামে পরিচিত টিকটকার মূলত ১৮ বছর বয়সী একজন ছাত্র। তিনি তরুণীর ছদ্মবেশে ভিডিও পোস্ট করতেন এবং দর্শকদের এভাবে প্রতারিত করে আসছিলেন। মিশরীয় কর্তৃপক্ষের মতে, আইনশৃঙ্খলা বাহিনী পুলিশ ওই অ্যাকাউন্ট থেকে অনুপযুক্ত ভিডিও আপলোডের অভিযোগ পায়। পরে ‘ইয়াসমিন’ অ্যাকাউন্টের মালিককে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদের সময় সন্দেহভাজন ব্যক্তি স্বীকার করেন যে, সে ফলোয়ার ও ভিউ বাড়ানোর আশায় এবং অর্থ উপার্জনের জন্য তরুণীর ছদ্মবেশ ধারণ করেছিলেন।

ওিই টিকটকারের মূল নাম আবদুল রহমান। তিনি আরও বলেন, ভিউ ও অর্থ উপার্জন ছাড়াও বিজ্ঞাপন পেতে দৃষ্টি আকর্ষণের জন্য তরুণীর ছদ্মবেশ ধারণ করেছিলেন তিনি। তার এই স্বীকারোক্তি অন্যান্য কনটেন্ট ক্রিয়েটরদের অনলাইনে সরব নেটিজেনদের অস্বাভাবিক কৌশল অবলম্বনের বিষয়ে আলোকপাত করে।আবদুল রহমানের স্বীকারোক্তির পর তার বিরুদ্ধে ছদ্মবেশ ধারণ ও জনসাধারণের নৈতিকতা লঙ্ঘনকারী প্রকাশের অভিযোগ আনা হয়। তদন্তের অংশ হিসেবে কর্তৃপক্ষ তার ফোন ও সব অনলাইন প্ল্যাটফর্মের অ্যাকাউন্ট জব্দ করে। চারদিন হেফাজতে থাকার পর পাঁচ হাজার মিশরীয় পাউন্ডের বিনিময়ে জামিন হয় তার।

এদিকে এ টিকটকারের প্রতারণার বিষয়টি সামনে চলে আসতেই তার একজন প্রতিবেশী বলেন, আমরা তাকে সবসময় একজন সাধারণ যুবক হিসেবেই দেখতাম। কখনো সন্দেহজনক কিছু দেখিনি এবং তাকে নিয়ে আমাদের কোনো সন্দেহও ছিল না।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় পুরুষ কে এই জনাথন বেইলি
বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় পুরুষ কে এই জনাথন বেইলি
যে কারণে প্রশংসায় ভাসছেন কেবিন ক্রু
যে কারণে প্রশংসায় ভাসছেন কেবিন ক্রু
সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট ডিক চেনি আর নেই
সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট ডিক চেনি আর নেই
নেপালে তুষারঝড়-ধসে ৯ পর্বতারোহী নিহত
নেপালে তুষারঝড়-ধসে ৯ পর্বতারোহী নিহত