
গাজা উপত্যকায় ইসরায়েলি নৃশংসতায় এখন পর্যন্ত অন্তত ৬৪ হাজার ৩০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। শুক্রবার (৫ সেপ্টেম্বর) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে অন্তত তিনজন ফিলিস্তিনি অনাহারে মারা গেছেন।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত ২৪ ঘণ্টায় মানবিক সহায়তা সংগ্রহ করতে গিয়ে ইসরায়েলি সেনাদের গুলিতে ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৯০ জনের বেশি। এ নিয়ে ২৭ মে থেকে এ পর্যন্ত সহায়তা সংগ্রহ করতে গিয়ে নিহতের সংখ্যা দাঁড়াল ২ হাজার ৩৬২ জনে। আহত হয়েছেন ১৭ হাজার ৪৩৪ জনের বেশি মানুষ।
মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় গাজার বিভিন্ন হাসপাতালে ৬৯ জনের মরদেহ আনা হয়েছে। একই সময়ে আহত হয়েছেন ৪২২ জন। এতে ইসরায়েলি আগ্রাসনে মোট আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৬২ হাজার ৫ জনে। এছাড়া বহু মানুষ এখনো ধ্বংসস্তূপ ও রাস্তায় চাপা পড়ে রয়েছেন। উদ্ধারকর্মীরা সেখানে পৌঁছাতে পারছেন না।
এছাড়া শুধু অনাহার ও পুষ্টিহীনতায় গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। অক্টোবর থেকে এখন পর্যন্ত অনাহার-সম্পর্কিত মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৩৭৬ জনে, যাদের মধ্যে ১৩৪ জন শিশু।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত ২ মার্চ থেকে ইসরায়েল সম্পূর্ণভাবে গাজার সব সীমান্ত ক্রসিং বন্ধ করে দিয়েছে। ফলে ২৪ লাখ জনসংখ্যার এ ঘনবসতিপূর্ণ এলাকা চরম দুর্ভিক্ষের মধ্যে পড়েছে। জাতিসংঘ-সমর্থিত খাদ্য নিরাপত্তা জরিপ ইতোমধ্যেই উত্তর গাজায় দুর্ভিক্ষ নিশ্চিত করেছে এবং চলতি মাসের শেষ নাগাদ তা আরও দক্ষিণে ছড়িয়ে পড়বে বলে আশঙ্কা করছে।
মন্তব্য করুন