বুধবার, ০৫ নভেম্বর ২০২৫

দুবছরে আবারও সরকারপতন, ফ্রান্সে অস্থিতিশীলতা

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০১:১৬ পিএম

ফ্রান্সের প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া বাইরু তার পক্ষে সমর্থন আদায়ের জন্য আস্থা ভোটের আয়োজন করলে উল্টো তার সরকারেরই পতন ঘটে। ফলে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। দুই বছরেরও কম সময়ে পঞ্চমবারের মতো নতুন প্রধানমন্ত্রী নিয়োগে নামতে হবে তাঁকে।

সরকারের জাতীয় ঋণ নিয়ন্ত্রণ পরিকল্পনার পক্ষে বাইরুর ডাকেই সোমবার সন্ধ্যায় পার্লামেন্টের নিম্নকক্ষ ন্যাশনাল অ্যাসেম্বলিতে অনুষ্ঠিত হয় নির্বাচনটি। এ ভোটে বাইরুর বিরুদ্ধে ৩৬৪ ভোট পড়ে, সমর্থনে ছিল মাত্র ১৯৪। ভোট দেয়া থেকে বিরত থেকেছেন ২৫ জন এমপি।

ফলে মাত্র ৯ মাসের মাথায় ক্ষমতা ছাড়তে বাধ্য হলেন বাইরু। এই আস্থা ভোটে বাইরু হেরে যাওয়ায় পুরো সরকারকেই ক্ষমতা ছাড়তে হচ্ছে।

সোমবারের ভোটের আগে পার্লামেন্টের সদস্যদের উদ্দেশে তিনি বলেন, ‘সরকারকে টেনে নামানোর ক্ষমতা রয়েছে আপনাদের। তবে বাস্তবতাকে মুছে ফেলার ক্ষমতা নেই। বাস্তবতাকে দমন করতে পারবেন না। খরচ বেড়ে চলবে। আর বয়ে চলা অসহনীয় ঋণের বোঝাটি আরও ভারী হবে। ফ্রান্সের অস্তিত্ব এখন হুমকির মুখে।

বাইরুর ক্ষমতা হারানোর কারণে ফ্রান্সে চলমান রাজনৈতিক সংকট আরও গভীর হলো। নতুন প্রধানমন্ত্রী এলেও একই ধরনের অনমনীয় পার্লামেন্টের মুখোমুখি হতে হবে। কারণ বর্তমান সংসদ কোনো একক দলকে সংখ্যাগরিষ্ঠতা দেয়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় পুরুষ কে এই জনাথন বেইলি
বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় পুরুষ কে এই জনাথন বেইলি
যে কারণে প্রশংসায় ভাসছেন কেবিন ক্রু
যে কারণে প্রশংসায় ভাসছেন কেবিন ক্রু
সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট ডিক চেনি আর নেই
সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট ডিক চেনি আর নেই
নেপালে তুষারঝড়-ধসে ৯ পর্বতারোহী নিহত
নেপালে তুষারঝড়-ধসে ৯ পর্বতারোহী নিহত