বুধবার, ০৫ নভেম্বর ২০২৫

গাজার বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ ইসরায়েলের

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০২:২৭ পিএম

গাজা শহরে ধারাবাহিক বিমান হামলা ও সেনা অভিযানের কথা জানিয়ে গাজার বাসিন্দাদের দক্ষিণে সরে যাওয়ার নির্দেশ দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) এক সংবাদমাধ্যমে নেতানিয়াহু জানিয়েছেন, ইসরাইলের সেনা গাজা শহরে ঢোকার জন্য প্রস্তুত। যেকোনো সময় তারা সেখানে ঢুকে আক্রমণ চালাতে পারে। পাশাপাশি বিমানবাহিনীও লাগাতার বিমান হামলা চালাচ্ছে। এমন পরিস্থিতিতে গাজার বেসামরিক নাগরিকদের প্রতি তিনি নির্দেশ দিয়েছেন, সবাই যেন শহর ছেড়ে দক্ষিণ গাজায় আশ্রয় নেন।

গত মাসে নেতানিয়াহুর মন্ত্রিসভা গাজা সিটি দখলের জন্য বড় ধরনের সামরিক অভিযান শুরু করার অনুমোদন দিলেও, ইসরায়েল এখনো তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি। তবুও ওই অঞ্চলে সেনারা হামলা ও অভিযান বাড়িয়ে দিয়েছে। পশ্চিমা দেশ এবং সাহায্য সংস্থাগুলি পরিকল্পনাটি এগিয়ে না নেওয়ার আহ্বান সত্ত্বেও, গাজা উপত্যকার পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার জন্য অভিযানের প্রস্তুতি হিসেবে ইসরায়েল গাজা উপত্যকায় বোমাবর্ষণ তীব্র করেছে।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নির্দেশে গাজা সিটি দখলের অভিযান চলছে। তিনি বলছেন, শহরটি হামাসের শক্ত ঘাঁটি। এটি দখল করা ছাড়া হামাসকে পরাজিত করা সম্ভব নয়। ইসরায়েলি সেনারা কয়েক সপ্তাহ ধরে শহরের উত্তরাঞ্চলের উপকণ্ঠে ব্যাপক হামলা চালাচ্ছে।

গাজার বাসিন্দা মুস্তাফা আল-জামাল বলেন, তিনি সরতে চান না। কারণ, দক্ষিণে যেখানে মানুষ সরানো হয়েছে, তা ‘নিরাপদ এলাকা’ হিসেবে ঘোষণা করা হলেও সেখানেই বারবার বোমা হামলা হয়েছে।

গতকাল সোমবার জেরুজালেমের বাসস্ট্যান্ডে গোলাগুলিতে ছয়জন নিহত হয়েছে। দুই বন্দুকধারীকে পুলিশ ঘটনাস্থলেই গুলি করে হত্যা করে। পরবর্তীতে গোলাগুলির ঘটনার সাথে সম্পৃক্ততা থাকার দাবি তুলে পূর্ব জেরুজালেম থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় পুরুষ কে এই জনাথন বেইলি
বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় পুরুষ কে এই জনাথন বেইলি
যে কারণে প্রশংসায় ভাসছেন কেবিন ক্রু
যে কারণে প্রশংসায় ভাসছেন কেবিন ক্রু
সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট ডিক চেনি আর নেই
সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট ডিক চেনি আর নেই
নেপালে তুষারঝড়-ধসে ৯ পর্বতারোহী নিহত
নেপালে তুষারঝড়-ধসে ৯ পর্বতারোহী নিহত